মনোনয়নপত্র জমা দিলেন মমতা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 16 Second

নন্দীগ্রামে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আজও বাংলার মেয়ে হয়ে রয়ে গেছেন তার প্রমাণ পেলেন সারা নন্দীগ্রাম । তারপর সেখান থেকে বাইরে মহাকুমা অফিস পর্যন্ত যান তিনি সেখানেই রিজেন্ট প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন নন্দীগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে। পুরো রাস্তায় ভিড় করে দাঁড়িয়ে ছিলেন নন্দীগ্রামের মানুষ তাকে একবার দেখার জন্য দুই হাত তুলে আশীর্বাদ দেয়ার জন্য এত মানুষের ভালোবাসা আশীর্বাদ পাওয়া সত্ত্বেও থমথমে মুখে পৌঁছন তিনি মহকুমা অফিসে সম্ভবত এত মানুষের ভিড়ে ঢল তাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে নন্দীগ্রামের মানুষ আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে।

বেলা ১২টায় নন্দীগ্রাম শিবমন্দিরে পুজো দেন তিনি। পায়ে হেঁটে মন্দিরে ঢুকে মন্ত্রাচরণে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নন্দীগ্রামের ্ সাধারণমানুষ ।তারপর সেখান থেকে কপ্টারে পৌঁছে যান হলদিয়ায়। পরে সেখানেই রোড শো করে, হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন অন্যতম ছায়াসঙ্গী সুব্রত বক্সী। এছাড়াও মনোনয়ন দেওয়ার সময় ছিলেন স্থানীয় নেতা, ব্লক সভাপতি স্বদেশ দাস। ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বেধে দেওয়া কোভিড বিধি মেনেই মনোনয়ন জমা দেন তৃণমূল সুপ্রিমো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নন্দীগ্রামে আক্রান্ত মমতা । এম ভারত নিউজ

নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগ । প্রার্থী ঘোষণার পরে প্রথমবারের জন্য মঙ্গলবার নন্দিগ্রাম আসেন নেত্রী । তারপর মনোনয়ন পত্র জমা দিয়ে বিভিন্ন মন্দিরে গিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করেন তিনি । ঠিক সেই সময়েই আজ বুধবার বিরুলিয়ার কাছে একটি মন্দির থেকে বেরোনোর সময় কেউ বা কারা তাঁকে ধাক্কা […]

Subscribe US Now

error: Content Protected