নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : সমাজকে এগিয়ে নিয়ে যেতে নারী এবং পুরুষকে সমানভাবে অগ্রাধিকার দেওয়া দরকার। এই বার্তাকে সামনে রেখে মেয়েদের উৎসাহ দিতে বুধবার পূর্ব মেদিনীপুরের শ্রীরামপুর অঞ্চলে কন্যাশ্রী ও রুপশ্রীদের স্মারক সম্মান প্রদান ও সংবর্দ্ধনা জ্ঞাপন করা হল। এদিন বিকেলে প্রতাপ দিঘীতে প্রায় ৬০০ জন মেয়ের হাতে ওই সংবর্ধনা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক জ্যোতিময় কর, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য উত্তম বারিক, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধক্ষ্য মণালকান্তি দাস, পটাশপুর ২নং ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি চন্দন সাউ সহ তৃণমূল নেতৃত্বরা।

যদিও রাজনৈতিক মহলের মতে, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। হাতে সময় প্রায় নেই। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের প্রকল্পের সুবিধাগুলিকে নতুন করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কসুর করছে না তৃণমূল। এতে করে একদিকে যেমন পরিষেবা পাচ্ছে আমজনতা, তেমনি জনসংযোগের মাধ্যমে প্রচারের কাজও হয়ে যাচ্ছে।