ভারত সহ ১১টি দেশের ওপর থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলল পাকিস্তান । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 14 Second

ভারতসহ ১১ টি দেশের ওপর থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলল পাকিস্তান সরকার।সেদেশের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তার আন্তর্জাতিক ভ্রমণ তালিকা সংশোধন করেছে ইতিমধ্যেই । এছাড়াও ১১ টি দেশকে ক্যাটাগরি সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের তরফ থেকে যে এগারোটি দেশকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে সেগুলি হল, ভারত, আর্জেন্টিনা, ভুটান, মালদ্বীপ এবং ব্রাজিল। তবে বাংলাদেশে ইরান-ইরাক সহ আরও কয়েকটি দেশকে এখনও পর্যন্ত সি ক্যাটাগরির দেশগুলির মধ্যে নথিভূক্ত করা হয়েছে। তবে সি ক্যাটাগরিতে, অন্তর্ভুক্ত দেশগুলি থেকে পাকিস্তানি নাগরিকদের নিজের দেশে ফেরার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে একটি কোভিড- ১৯ সার্টিফিকেট প্রয়োজন হবে বলে জানানো হয়েছে ।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনাকালীন কঠিন পরিস্থিতির জেরে বেশ কয়েকটি দেশের তরফ থেকে আন্তর্জাতিক স্তরে বিমান পরিষেবা বন্ধ করা হয়েছিল। ঠিক তেমনি পাকিস্তানের তরফ থেকেও সি ক্যাটাগরির দেশগুলির সঙ্গে বিমান পরিষেবা বন্ধ করা হয়েছিল সম্পূর্ণরূপে । তবে বর্তমানে ভারত সহ ব্রাজিল এবং অন্যান্য দেশগুলির করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হওয়ায়, ফের এই দেশগুলোর সঙ্গে বিমান পরিষেবা চালুর সিদ্ধান্ত নিল পাকিস্তান। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত নিজেদের টিকাকরণ এর আওতাভুক্ত করেননি তাদের ক্ষেত্রে পাকিস্তানে প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মধ্যবিত্তের জন্য সুখবর ! স্বাধীনতা দিবসে কমল পেট্রোলের দাম। এম ভারত নিউজ

স্বাধীনতা দিবসের সাধারণ মানুষের কথা মাথায় রেখে পেট্রোপণ্যের দাম কমল তামিলনাড়ুতে। জানা যাচ্ছে প্রতিদিনের ন্যায় আজও তেল সংস্থাগুলি তরফ থেকে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। গতকালের তুলনায় তিন টাকা কমেছে পেট্রোপণ্যের দাম। আজ সকালেই তামিলনাড়ু সরকারের তরফ থেকে এই ঘোষণা করা হয়। আজকের এই ঘোষণা করেন তামিলনাড়ু অর্থমন্ত্রী। তামিলনাড়ু সরকারের […]

Subscribe US Now

error: Content Protected