করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিতের মেয়াদ আরও বাড়ালো কেন্দ্রীয় সরকার। শুক্রবার ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানায়, আন্তর্জাতিক বিমানের ওঠানামায় নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বাড়ানো হল।
আন্তর্জাতিক বিমান চলাচলে গত বছর লকডাউনের মতই নিষেধাজ্ঞা জারি করেছিল ডিজিসিএ। দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমণ । এমন পরিস্থিতিতে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়ানো হল নিষেধাজ্ঞার মেয়াদ । তবে ‘আন্তর্জাতিক সফর বাবল’-এ যুক্ত অন্যান্য দেশগুলি আপত্তি না জানালে এই পরিষেবা আপাতত চালু থাকবে বলেই জানানো হয়েছে।
এ দিন টুইট করে ডিজিসিএ জানায়, “নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও আন্তর্জাতিক পণ্য পরিবাহী বা কার্গো বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।” পাশাপাশি অ্যাসোসিয়েশনের বিশেষ অনুমোদন পাওয়া আন্তর্জাতিক উড়ানেরও ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে না। তবে কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে প্রয়োজনে কিছু বিমানের জন্য বিবেচনা সাপেক্ষে অনুমতি দেওয়া হতে পারে।
সপ্তাহের শুরুতেই ভারত থেকে সরাসরি যাত্রীবাহী বিমানের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। দিল্লি-সহ গোটা দেশে করোনাভাইরাস সংক্রমণে মারাত্মক বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। একই ভাবে কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি এবং ব্রিটেনের মতো দেশগুলিও ভারত থেকে বিমান চলাচল স্থগিত করার কথা জানায়।