লাগামহীন করোনা পরিস্থিতি, আন্তর্জাতিক বিমান চলাচলে বাড়ল স্থগিতাদেশের মেয়াদ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 30 Second

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচল স্থগিতের মেয়াদ আরও বাড়ালো কেন্দ্রীয় সরকার। শুক্রবার ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানায়, আন্তর্জাতিক বিমানের ওঠানামায় নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বাড়ানো হল।

আন্তর্জাতিক বিমান চলাচলে গত বছর লকডাউনের মতই নিষেধাজ্ঞা জারি করেছিল ডিজিসিএ। দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমণ । এমন পরিস্থিতিতে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়ানো হল নিষেধাজ্ঞার মেয়াদ । তবে ‘আন্তর্জাতিক সফর বাবল’-এ যুক্ত অন্যান্য দেশগুলি আপত্তি না জানালে এই পরিষেবা আপাতত চালু থাকবে বলেই জানানো হয়েছে।

এ দিন টুইট করে ডিজিসিএ জানায়, “নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে। যদিও আন্তর্জাতিক পণ্য পরিবাহী বা কার্গো বিমানের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।” পাশাপাশি অ্যাসোসিয়েশনের বিশেষ অনুমোদন পাওয়া আন্তর্জাতিক উড়ানেরও ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে না। তবে কোনো জরুরি পরিস্থিতি দেখা দিলে প্রয়োজনে কিছু বিমানের জন্য বিবেচনা সাপেক্ষে অনুমতি দেওয়া হতে পারে।

সপ্তাহের শুরুতেই ভারত থেকে সরাসরি যাত্রীবাহী বিমানের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। দিল্লি-সহ গোটা দেশে করোনাভাইরাস সংক্রমণে মারাত্মক বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। একই ভাবে কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি এবং ব্রিটেনের মতো দেশগুলিও ভারত থেকে বিমান চলাচল স্থগিত করার কথা জানায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নেই পর্যাপ্ত টিকা, ১লা মে থেকে প্রাপ্ত বয়স্কের টিকাকরণে নারাজ অধিকাংশ রাজ্য । এম ভারত নিউজ

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় নাজেহাল গোটা দেশ। সমস্ত রেকর্ড ভেঙ্গে দেশে দৈনিক আক্রান্তের সংখ‍্যা পৌঁছেছে ৪ লক্ষের দোরগোড়ায় । এই অবস্থায় দাঁড়িয়ে এই ভয়াবহ পরিস্থিতি রুখতে টিকাকরণে জোর দিচ্ছে স্বাস্থ‍্যমহল। কিছুদিন আগেই কেন্দ্র সরকার ঘোষণা করেছিল যে ১লা মে থেকে দেশের ১৮ বছর বয়সের ঊর্ধ্বের জনগনকে টিকা দেওয়া হবে। এই […]

Subscribe US Now

error: Content Protected