শুভেন্দুর গড়ে ঝাঁঝালো বক্তৃতা মমতা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 56 Second

মেদিনীপুরে মমতার জনসভায় দেখা গেল না অধিকারী পরিবারের কোনও সদস্যকেও। সুকৌশলে এদিন শুভেন্দু অধিকারী প্রসঙ্গও এড়িয়ে যান মমতা। অন্যদিকে রবিবারই পায়ে অস্ত্রোপচারের কারণে মমতার জনসভায় না যেতে পারছেন না বলে জানিয়ে দেন শিশির অধিকারী।

এদিন সিপিএম -কংগ্রেস-বিজেপিকে একযোগে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ঘোলাজলে মাছ ধরতে নেমেছে সিপিএম -কংগ্রেস-বিজেপি। এরপরই বিজেপির বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ তোলেন তিনি। বহিরাগত তত্ত্বেও এদিন মুখ খোলেন মমতা। তাঁর কথায়, বহিরাগতরা বাংলা দখল করতে চাইছে, আমরা তা হতে দেবে। পাশাপাশি তিনি বলেন, বহিরাগতরা টাকা বিলোচ্ছে। এরপরই মমতার হুঙ্কার আগুন নিয়ে খেলবেন না, তৃণমূলকে কোনওদিন কিনতে পারবেন না।

পিএম কেয়ার্সের টাকার শ্বেতপত্র প্রকাশের দাবি তোলেন তিনি। এদিন আমফান প্রসঙ্গে মেজাজ হারিয়ে ফেলেন মমতা। কেন্দ্রের নাম না করে তুই সম্বোধন করে তাঁর প্রশ্ন “টাকা না দিয়ে হিসেব চাইছিস কেন? ” তাঁর অভিযোগ, বিজেপি সংবাদমাধ্যমগুলিকে ঠিক করে দেয় কোন খবর যাবে আর কোন খবর যাবে না।

এদিন কৃষি আইন প্রসঙ্গে কৃষকদের পাশে থাকার বার্তা দেন মমতা। তাঁর কথায়, মঙ্গলবার ভারত বনধ সমর্থন না করলেও নীতিগতভাবে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। নতুন ধানের শিষ হাতে নিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, একুশের নির্বাচনে বাংলায় তৃণমূলই থাকবে বলে জানান তিনি। সেইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, সোনার ধান দিয়েই বিজেপিকে বিদায় দেব।

এদিন মিটিং শেষ করেই বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে যান তিনি। সভা চলাকালীই খবর আসে মারা গিয়েছেন বিধায়ক। এরপরই সভা শেষ করে তাঁর বাড়ি যান মমতা। প্রসঙ্গত সভার শুরুতেই মমতাকে বলতে শোনা গিয়েছিল ওই বিধায়ক গুরুতর অসুস্থ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন মৃগেন মাইতি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহুয়ার 'দু'পয়সার প্রেস' মন্তব্য, তীব্র প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাব । এম ভারত নিউজ

কষ্ঞনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দু’পয়সার প্রেস মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল কলকাতা প্রেস ক্লাব। রবিবার নদিয়ায় নিজের কেন্দ্রে কল্যানীর বিদ্যাসাগর মঞ্চে কর্মীসভায় গিয়ে কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সাংসদ। তবে সেদিন সংসদীয় দলে এমন হতেই পারে বলে মন্তব্য করেই দায় সারেন তিনি। এদিকে, ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন মহুয়া। […]

Subscribe US Now

error: Content Protected