তৃতীয় দফায় ফাটল বোমা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 38 Second

তৃতীয় তথা শেষ দফার ভোটে অশান্তি বিহারের পূর্ণিয়ায়। সকাল থেকে নির্বিঘ্নে নির্বাচন চললেও দুপুরে পুর্ণিয়ায় ধামধাহা নির্বাচনী কেন্দ্রের বাইরে বোমা বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতীরা। ঘটনায় মৃত্যু হয় একজনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় আধাসামরিক বাহিনী। ঘটনায় গ্রেফতার হয়েছে চার জন। তবে এর জেরে ভোটদান পর্বে বাধা তৈরি হয়নি, জানিয়েছেন বিহারের মুখ্য নির্বাচন আধিকারিক এইচ আর শ্রীনিবাস। পুর্ণিয়ার এস পি বিশাল শর্মা জানিয়েছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে ভোটারদের আধাসামরিক বাহিনীর জওয়ানরা দাঁড় করাতে গেলে কথা কাটাকাটি শুরু হয়। তখনই আচমকা বুথের বাইরে দেশী বোমা ফাটে।

তৃতীয় দফায় হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন বিজেপির নীরজ কুমার। ছতরপুর বিধানসভা ক্ষেত্র থেকে তিনি লড়ছেন। বিহারিগঞ্জ ক্ষেত্র থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী শরদ যাদবের মেয়ে সুভাষিনী শরদ যাদব। এ ছাড়া এই পর্বে মুজফফরনগর থেকে লড়াই করছেন বিহার বিধানসভার স্পিকার তথা জনতা দল ইউনাউটেড নেতা বিজয়কুমার চৌধুরি এবং নগরোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি নেতা সুরেশকুমার শর্মা।অন্যদিকে, এদিনই কোভিড সংক্রমণের জেরে মারা গিয়েছেন মধুবনি জেলার বেনিপট্টি কেন্দ্রের নির্দল প্রার্থী নীরজ ঝা। তিনি পটনার এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পাশাপাশি এদিনই এক নির্বাচনকর্মী অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে এককালীন ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানান মুজফ্ফরপুরের জেলা জনসংযোগ আধিকারিক কমল সিং

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভোট বড় বালাই । এম ভারত নিউজ

অমিত শাহের পশ্চিমবঙ্গ ছেড়ে যাওয়ার কয়েকঘন্টা পার হতে না হতেই বাঁকুড়ায় বিভীষণ হাঁসদার বাড়িতে গেলেন তৃণমূল নেতা কর্মীরা। শুধু তাই নয়, শনিবার হাঁসদা পরিবারের হাতে তুলে দেওয়া হল চাল, কাপড় ও কিছু আর্থিক সাহায্য। যদিও গৃহকর্তা বিভীষণবাবু জানিয়েছেন, NGO-র নাম করে চাল, কাপড় দিয়ে ছবি তুলে নিয়ে গিয়েছে তৃণমূল নেতারা। […]

Subscribe US Now

error: Content Protected