অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন যাত্রীরা । দীর্ঘ দু’মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে পুনরায় যাত্রা শুরু করল সিউড়ি- হাওড়া এক্সপ্রেস স্পেশাল । যদিও আগে ‘হুল এক্সপ্রেস’ নামে পরিচিত ছিল এই ট্রেনটি। করোনার প্রথম ঢেউয়ের জেরে দেশ জুড়ে বন্ধ রাখা হয়েছিল রেল চলাচল । পরে পুনরায় রেল চলাচল শুরু হলে, এই রেলের নাম বদলে সিউড়ি হাওড়া এক্সপ্রেস স্পেশাল রাখা হয়।রেল মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গেছে ,আগের নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই ট্রেনটি চালানো হবে। মূলত যাত্রীদের স্বস্তি দিতেই সপ্তাহে প্রতিদিনই চালানো হবে এই ট্রেনটি । নিয়মমাফিক প্রতিদিন হাওড়া থেকে ট্রেন ছাড়ার সময় হল সকাল ৬ টা ৪৫ মিনিট, এবং সিউড়ি রেল স্টেশনে এসে পৌঁছানোর সময় ১১ টা ০৫ মিনিট। সিউড়ি থেকে পুনরায় ট্রেনটি ছাড়বে দুপুর ১ টা ৪০ মিনিটে এবং হাওড়া পৌঁছাবে সন্ধ্যা ৬ টায়।
এক নিত্য যাত্রীর সঙ্গে কথা বলে জানতে পারা গেছে, করোনাকালের এই কঠিন পরিস্থিতিতে বাসে যাতায়াত করতে বেশ খানিকটা অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছিল তাঁদের।তবে রেল চলাচলে এই সমস্যা দূর হল। আজ প্রথম দিন থাকায় রেলে যাত্রীর সংখ্যা কম হলেও, হাওড়া স্টেশনে মানা হচ্ছে করোনা বিধি ,এমনটাই জানালেন তিনি । তবে এই সকল এলাকার বাসিন্দাদের দাবি, ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি যাতে পুনরায় চালু করা হয়। কারণ একমাত্র ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জারই সকালে সরাসরি হাওড়ার সঙ্গে যোগাযোগ স্থাপনের ট্রেন। সেক্ষেত্রে সকালে অফিসে পৌঁছানোর ক্ষেত্রে নিত্যযাত্রীরা বেশ কিছুটা সুবিধা পেতে পারেন।