0
0
Read Time:1 Minute, 15 Second
কোভিড আবহেই ভোট চলছে বিহারে। অন্যদিকে, এরাজ্যেও বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতি সংক্রমণ কমারও যেমন লক্ষণ তেমনি এখনও ভ্যাকসিন মেলেনি। স্বাভাবিকভাবেই কোভিডকে সঙ্গী করেই এরাজ্যেও নির্বাচন হতে চলছে। আর তাই নির্বাচন কমিশনের কাছে ভোট করানো একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন।
সংক্রমণ এড়াতে বুথে ভোটার সংখ্যা কমানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুথ পিছু ভোটার সংখ্যা কমিয়ে ১৫০০ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। বুথে সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য ৯ নভেম্বর বেলা ২ টোয় সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ১০ নভেম্বর এই ইস্যুতে জেলাশাসকদের সঙ্গেও আলোচনা করবে কমিশন।