মহুয়ার ‘দু’পয়সার প্রেস’ মন্তব্য, তীব্র প্রতিবাদে কলকাতা প্রেস ক্লাব । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 38 Second

কষ্ঞনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দু’পয়সার প্রেস মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল কলকাতা প্রেস ক্লাব। রবিবার নদিয়ায় নিজের কেন্দ্রে কল্যানীর বিদ্যাসাগর মঞ্চে কর্মীসভায় গিয়ে কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সাংসদ। তবে সেদিন সংসদীয় দলে এমন হতেই পারে বলে মন্তব্য করেই দায় সারেন তিনি। এদিকে, ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন মহুয়া। উত্তেজিত হয়ে তিনি বলেন, “কে এই দু’পয়সার প্রেসকে ঢুকতে দিল, এদের সরাও এখান থেকে। ” এমনকি তিনি এও বলে ” কেন প্রেস ডাকো তোমরা দলের মিটিংয়ে । কর্মী বৈঠক হচ্ছে, সবার এখানে পেপারে মুখ দেখানোর, টিভিতে মুখ দেখানোর শখ ।”

এদিন জেলা সাংবাদিকরা গিয়েছিলেন খবর সংগ্রহ করতে। সেখানেই তৃণমূলের দুই গোষ্ঠী বাদানুবাদে জড়িয়ে পড়ে। একদল মহুয়া মৈত্রকে বহিরাগত বলে শ্লোগান দিতে শুরু করে। আরেকদল ছিলেন সাংসদের নিয়ন্ত্রণে। এদিকে গোটা ঘটনা সংবাদ মাধ্যমের সামনে হওয়ায় বিষয়টি চাপা দেওয়ার প্রশ্নই ওঠে না। আর এতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উত্তরকন্যায় `পুলিশি নিগ্রহ` ও কর্মী- মৃত্যুর প্রতিবাদ । এম ভারত নিউজ

শিলিগুড়িতে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার। সোমবার শিলিগুড়ির বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এগোতে শুরু করে উত্তরকন্যার দিকে। তবে মিছিল যাতে পৌঁছতে না পারে সেজন্য প্রথম থেকেই তৎপর ছিল পুলিশ। রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড করে দেওয়া হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় কর্মীরা। তখনই পুলিশের সঙ্গে সংঘর্ষ […]

Subscribe US Now

error: Content Protected