কষ্ঞনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের দু’পয়সার প্রেস মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাল কলকাতা প্রেস ক্লাব। রবিবার নদিয়ায় নিজের কেন্দ্রে কল্যানীর বিদ্যাসাগর মঞ্চে কর্মীসভায় গিয়ে কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সাংসদ। তবে সেদিন সংসদীয় দলে এমন হতেই পারে বলে মন্তব্য করেই দায় সারেন তিনি। এদিকে, ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন মহুয়া। উত্তেজিত হয়ে তিনি বলেন, “কে এই দু’পয়সার প্রেসকে ঢুকতে দিল, এদের সরাও এখান থেকে। ” এমনকি তিনি এও বলে ” কেন প্রেস ডাকো তোমরা দলের মিটিংয়ে । কর্মী বৈঠক হচ্ছে, সবার এখানে পেপারে মুখ দেখানোর, টিভিতে মুখ দেখানোর শখ ।”
এদিন জেলা সাংবাদিকরা গিয়েছিলেন খবর সংগ্রহ করতে। সেখানেই তৃণমূলের দুই গোষ্ঠী বাদানুবাদে জড়িয়ে পড়ে। একদল মহুয়া মৈত্রকে বহিরাগত বলে শ্লোগান দিতে শুরু করে। আরেকদল ছিলেন সাংসদের নিয়ন্ত্রণে। এদিকে গোটা ঘটনা সংবাদ মাধ্যমের সামনে হওয়ায় বিষয়টি চাপা দেওয়ার প্রশ্নই ওঠে না। আর এতেই মেজাজ হারিয়ে ফেলেন তিনি।