সৌভ্রাতৃত্বের পরিচয় দিয়ে রাখি বন্ধন পালন করলেন বীরভূম পুলিশ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 0 Second

নিজস্ব সংবাদদাতা, বীরভূম:


আজ রাখি পূর্ণিমা । আর সেই দিনটিকে উদযাপিত করতেই প্রতিবারের ন্যায় এবারও পথচলতি মানুষের হাতে রাখি পরিয়ে সৌভ্রাতৃত্বের প্রমান দিলেন বীরভূম জেলা পুলিশ। জানা যায় আজ সকাল থেকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে পথচলতি চেনা অচেনা মানুষের হাতে রাখি পরিয়েছেন বীরভূম পুলিশের মহিলা কনস্টেবলরা।এদিন বাসস্ট্যান্ড, মসজিদ মোড় সহ বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় সিউড়ি থানার পুলিশ এমন উদ্যোগ নেয়। সৌভাতৃত্বের বার্তা পৌঁছে দেওয়ার জন্য পুলিশের তরফ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনাকালীন কঠিন পরিস্থিতির মাঝে কাজ হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বহু মানুষ। কেউ কেউ হারিয়েছেন প্রিয় মানুষকে। কেউ আবার এই প্রিয় মানুষদের মধ্যে হারিয়েছেন নিজেদের একান্ত প্রিয় ভাই বোনেদের। আর আজকের দিনেই সবথেকে বেশি মনে পড়ছে তাঁদের কথা। এক্ষেত্রে বীরভূম পুলিশের এই উদ্যোগ এককথায় তাদের পাশে থাকার বার্তা দেওয়া। আজ এই রাখি বন্ধন উদযাপনের অনুষ্ঠানে হিন্দু-মুসলিম নির্বিশেষে, বয়সের গণ্ডি পার করিয়ে দেখা গেল বীরভূম জেলা পুলিশকে। শুধু তাই নয়, রাখীবন্ধনের পরে সকলের হাতে লজেন্স তুলে দিতেও দেখা যায় তাঁদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বাইডেন । এম ভারত নিউজ

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রতিরক্ষা মন্ত্রকের নিরাপত্তা দলের সঙ্গে বৈঠক করলেন জো বাইডেন। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং সেখানে উপস্থিত মার্কিনীদের দেশে ফেরানোর বিষয়ে আজ বৈঠক করেন তিনি। এছাড়াও বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশগুলির মধ্যে জঙ্গিগোষ্ঠীর উপস্থিতি নিয়েও আলোচনা হয় আজকের বৈঠকে। প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকালে হোয়াইট হাউসে তরফ থেকে […]
news_893

Subscribe US Now

error: Content Protected