নয়া সাফল্য বীরভূম পুলিশের , গ্রেফতার ৪ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 46 Second

নিজস্ব সংবাদদাতা, বীরভূম:


নয়া সাফল্য বীরভূম পুলিশের! নকল সোনার কয়েন বিক্রির ঘটনায় গ্রেফতার হলেন চারজন ।গল্প ফেঁদে নকল স্বর্ণমুদ্রা বিক্রির প্রচেষ্টা করার দায়ে গ্রেফতার করা হল তাঁদের।ধৃতদের নাম হল শেখ সামশের আলী, শেখ মুশারফ মুসা, সেখ সফিউল্লা এবং ওমর ফারুক। এদের প্রত্যেকের বাড়ি সিউড়ি থানার অন্তর্গত দমদমা গ্রামে। চারজনের এই দলটি কুলটির এক বাসিন্দাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিলেন। এই প্রসঙ্গে আজ বীরভূম পুলিশের তরফ থেকে একটি প্রেস ব্রিফ ডেকে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়। সেক্ষেত্রে বলা হয়, ‘স্বর্ণমুদ্রা বা যে কোনো দামি জিনিস যা কম মূল্যে বিক্রির প্রলোভন দেখানো হচ্ছে তার পেছনে নিশ্চয়ই কোনও কারণ থাকবে, এটা সাধারণ মানুষকে বুঝতে হবে। ‘ এই ঘটনায় জড়িতদের থেকে ইতিমধ্যে একটি আগ্নেয় অস্ত্র সহ বেশকিছু নকল মুদ্রা উদ্ধার করা হয়েছে। এক্ষেত্রে এদের সঙ্গে একটি দীর্ঘ বাহিনী জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।

মূলত নির্দিষ্ট এলাকাতে এদের হয়ে কাজ করতে থাকে এমন ব্যক্তিরা আগে থেকেই এলাকার প্রভাবশালী ধনী ব্যক্তিদের ব্যাপারে খোঁজখবর রাখে। পরে তাঁদের ফোন করে প্রলোভন দেখানোর চেষ্টা করে তারা। বলা হয়, বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছে ,আর তা খুব কম মূল্যে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে সেই ব্যক্তির হোয়াটস অ্যাপে সেই স্বর্ণমুদ্রার ছবিও পাঠানো হয়। ছবি দেখে যদি সেই ব্যক্তি ফাঁদে পা দেয় তাহলে সেই ব্যক্তির কাছে একটি মুদ্রা পাঠিয়ে পার্শ্ববর্তী দোকান থেকে পরখ করে দেখে নিতে বলা হয়, এবং সমস্ত কিছু নির্দিষ্ট নিয়ম মেনে হতে থাকলে পরবর্তীতে নির্দিষ্ট দিনে কোথাও ডেকে পাঠানো হয় সেই ব্যক্তিকে। সেখানেই তাঁর হাতে নকল মুদ্রা তুলে দেওয়া হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হাওড়ার সাঁকরাইলে সেভ ড্রাইভ সেফ লাইফ । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিবেদন হাওড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গৃহীত প্রকল্প গুলির মধ্যে অন্যতম সেভ ড্রাইভ সেফ লাইফ। আমরা সবাই জানি রাস্তায় চলতে গেলে প্রয়োজন সাবধানতা। কিন্তু মানি কতজন? যার ফলস্বরূপ বাড়ছে পথ দুর্ঘটনা। রাজ্যে গোটা সপ্তাহ জুড়ে চলছে সেভ ড্রাইভ সেফ লাইফ উইক। সেই মত বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে একাধিক ব্যাবস্থা। পথচারী […]
news_1405

Subscribe US Now

error: Content Protected