বিহারের মধুবনীতে সাংবাদিক-মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা দেশে। এম ভারত নিউজ

admin

বিহারের সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা দেশে। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন এই সাংবাদিক। আর তারপরই হঠাৎই রাস্তায় উদ্ধার হয় তাঁর দেহ। বিহারের মধুবনীর বাসিন্দা অবিনাশ ঝা- এর দগ্ধ দেহ পাওয়া গেল জাতীয় সড়কের উপর। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন এই সাংবাদিক।

0 0
Read Time:3 Minute, 4 Second

বিহারের সাংবাদিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য গোটা দেশে। তিন দিন ধরে নিখোঁজ ছিলেন এই সাংবাদিক। আর তারপরই হঠাৎই রাস্তায় উদ্ধার হয় তাঁর দেহ। বিহারের মধুবনীর বাসিন্দা অবিনাশ ঝা- এর দগ্ধ দেহ পাওয়া গেল জাতীয় সড়কের উপর। গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন এই সাংবাদিক।তবে এই প্রথম নয়, এর আগেও গত আগস্ট মাসে এমনই ঘটনার শিকার হয়েছিলেন আরও এক সাংবাদিক। দীর্ঘ তিন দিন নিখোঁজ থাকার পর উদ্ধার হয়েছিল সেই সাংবাদিকের পচা-গলা দেহ । ইতিমধ্যেই এই ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।

প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন বিহারের মধুবনীর এই সাংবাদিক অবিনাশ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত্রি দশটা নাগাদ মধুবনী স্থানীয় বাজারে শেষবারের মত দেখতে পাওয়া গিয়েছিল এই সাংবাদিককে। সংবাদ- মাধ্যমে কাজ করার পাশাপাশি একজন সমাজকর্মী অবিনাশ। সমাজের নানা বিষয় নিয়েও প্রতিবাদের ঝড় তুলতে দেখা গিয়েছে তাঁকে। জানা যায় কিছুদিন আগে একটি ভুয়া মেডিকেল ক্লিনিকের বিষয়ে সরব হয়েছিলেন এই সমাজকর্মী। সেই বিষয়ে ফেসবুকে পোস্ট করতে দেখা গিয়েছিল তাঁকে। আর তারপরই ভাইরাল হতে থাকে সেই পোস্ট। ওই পোস্টের কারণে বিপুল জনপ্রিয়তা পান এই সাংবাদিক। একদিকে যেমন বিপুল অর্থের কাজের অফার এসেছিল, ঠিক তেমনি হুমকিও দেওয়া হয়েছিল সমাজের বিভিন্ন মহলের তরফে। আর এই ঘটনার পরেই গত মঙ্গলবার রাতেই হঠাৎ নিখোঁজ হয়ে যান এই সাংবাদিক। তারপর থেকেই চালানো হয় দীর্ঘ খোঁজাখুঁজি, যদিও তার পরেও কোনও লাভ হয়নি। পরবর্তীতে থানায় তাঁর নামে একটি নিখোঁজ ডায়েরি করা হয় তাঁর পরিবারের তরফ থেকে। তারপরই পুলিশ সূত্রে জানানো হয়, বেথুন জাতীয় সড়কের ওপর দগ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে অবিনাশের দেহ। তাঁর হাতের আংটি এবং গলার চেন দেখেই তাঁর দেহ শনাক্ত করা হয়েছে।ইতিমধ্যেই এই ঘটনায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে অবিনাশের পরিবারে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মণিপুরে জঙ্গি হামলায় নিহত বাঙালি জওয়ান। এম ভারত নিউজ

মনিপুরের শহীদ বাঙালি জওয়ান। জানা যাচ্ছে, গতকাল মনিপুরের জঙ্গি হামলার ফলে নিহত শহীদদের মধ্যেই রয়েছেন এক বাঙালি জওয়ান। আসাম রাইফেল ফ্যাক্টরিতে শহীদ হওয়া এই জওয়ানের নাম শ্যামল দাস।

Subscribe US Now

error: Content Protected