Read Time:1 Minute, 5 Second

মুখ্যমন্ত্রী হিসেবে সপ্তম বারের জন্য শপথ নেবেন নীতীশ কুমার এবং এই নিয়ে চতুর্থ বার তিনি পূর্ণ মেয়াদের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন। ১৬ নভেম্বর, সোমবার, তিনি শপথ গ্রহণ করবেন । সরকার গঠনের আলোচনায় বিজেপি ও জনতা দল ইউনাইটেড (JDU)-এর নেতারা খুব শীঘ্রই বৈঠকে বসতে পারেন । জেডি(ইউ)-এর থেকে অনেক বেশি আসন পায় বিজেপি। ফলে, নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হলেও মন্ত্রিসভার ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে বিজেপি অনেক বেশি সক্রিয় হবে বলেই মনে করা হচ্ছে। আগে এনডিএ’র নবনির্বাচিত বিধায়কেরা যৌথ বৈঠকে বসবেন। বিজেপি, জেডি(ইউ) ছাড়াও শরিক HAM ও VIP-র প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন ।