মিমি-নুসরতের সম্পর্ক যে দুই বোনের চেয়ে কম কিছু নয় সোশ্যাল মিডিয়া দেখলেই তা বোঝা যায়। পর্দায় দুজন প্রতিদ্বন্দ্বী হলেও সম্পর্ক তা প্রকাশ করেননি কেউই। বন্ধুত্ব এতটাই গাঢ় যে দুজনে একসঙ্গে জনপ্রতিনিধিও হয়েছেন বটে। এসবের মধ্যে বেশ কিছুদিন আগেই বিয়ে করেছেন বান্ধবী নুসরত। নুসরতের মতোই তাঁর স্বামী নিখিলের সঙ্গে মিমির সম্পর্ক ভীষণ মধুর। জামাইবাবু আর শ্যালিকার খুনসুটি দুষ্টুমির ঝলক মাঝেমধ্যে উঠে আসে সোশ্যাল মিডিয়ায়। এবার নিখিলের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বার্তা এল মিমির তরফে।

প্রসঙ্গত মঙ্গলবার ছিল নিখিলের জন্মদিন। আর বান্ধবীর বেটার হাফের জন্মদিনে মিমি ইনস্টাগ্রাম স্টোরিতে নিখিলের সঙ্গে একটি ক্যান্ডিড মুহূর্ত শেয়ার করে লেখেন- ‘হ্যাপি বার্থ ডে জিজা’। তুরস্কে নুসরত-নিখিলের রূপকথার বিয়ের মুহূর্ত শেয়ার করে নিখিলকে শুভেচ্ছা জানান মিমি।

ছবিতে হলুদ লেহেঙ্গা আর গোলাপি চোলিতে দু্র্দান্ত লাগছে জনপ্রিয় অভিনেত্রী তথা সাংসদ মিমিকে। অন্যদিকে সাদা বন্ধগলায় ভীষণ স্মার্টলুকে ধরা দেন নিখিল।