কোভিডের কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা যে হচ্ছে না, তা আগেই জানিয়ে দেওয়া হয় পর্ষদের তরফে। একাদশ শ্রেণির পড়ুয়ারাও বিনা পরীক্ষায় দ্বাদশে উত্তীর্ণ হয়েছে। তবে এবার ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ।

বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই ২০২০-র শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির পড়ুয়াদের বার্ষিক পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে। তবে স্কুল খুললে এবং পঠনপাঠন স্বাভাবিকভাবে চালু হলে পুরনো ক্লাসের সম্পূর্ণ সিলেবাস শিক্ষক-শিক্ষিকাদের পড়াতে হবে। তারপর নতুন ক্লাসের সিলেবাস অনুযায়ী পঠনপাঠন শুরু করবে পড়ুয়ারা। সেইসঙ্গে ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। তবে সংশ্লিষ্ট স্কুলকে পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য, করোনার জেরে চলতি বছর মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ভার্চুয়াল ক্লাস করছে পড়ুয়ারা। তবে কবে স্কুল খুলবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।