প্রয়াত হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 37 Second

না ফেরার দেশে চলে গেলেন হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং। করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি বার্ধক্যজনিত ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে বর্ষীয়ান এই নেতার বয়স হয়েছিল ৮৭ বছর। জানা যায়, ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ এবং হাসপাতাল ভর্তি ছিলেন কংগ্রেসের প্রাক্তন নেতা। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে হাসপাতাল সুপার ডক্টর জনক রাজ জানান ভোর ৩:৪০ নাগাদ না ফেরার দেশে চলে যান তিনি। হাসপাতাল তরফের পাওয়া তথ্য অনুসারে এও জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান এই নেতা। রাখা হয়েছিল ক্রিটিক্যাল কেয়ারে। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও কাল হঠাৎ করে শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতে থাকেন তিনি ফলে তড়িঘড়ি ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে।

বর্ষীয়ান এই নেতার রাজনৈতিক জীবন একবার ঘেটে দেখলে অবাক হতে হবে বেশ পাকাপোক্ত রাজনৈতিক বিশেষজ্ঞদেরও। জানা যাচ্ছে, তাঁর রাজনৈতিক জীবনে তিনি নয়বার বিধায়ক এবং পাঁচবার সংসদ হিসেবে নির্বাচিত হন। এছাড়াও দীর্ঘ চারবার মুখ্যমন্ত্রী পদে জয়লাভ করেন তিনি। ১৯৮৩-১৯৯০ প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হন তিনি। তারপর ১৯৯৩-১৯৯৮, ২০০৩-২০০৭ ও শেষবারের জন্য ২০১২-২০১৭ তিনি দায়িত্বভার সামলান। গত ১১ই জুন করোনায় আক্রান্ত হয়েছিলেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। জানা যায় গত দু’মাসে দুইবার করোনা আক্রান্ত হওয়ার পরই, হৃদযন্ত্র সম্পর্কিত সমস্যায় ভুগতে থাকেন তিনি। পাশাপাশি হতে থাকে শ্বাসকষ্টের সমস্যাও। তবে তাঁর এই প্রয়ানে রীতিমত বিপুল ক্ষতির মুখে পড়ল সমগ্র হিমাচলী রাজনীতি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহানগরীতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি অব্যাহত । এম ভারত নিউজ

সেঞ্চুরি পার করেও রক্ষা নেই! মহানগরীতে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ক্রমাগত অব্যাহত । করোনাকালে পেট্রোপণ্যের এইরূপ দাম বৃদ্ধিতে চিন্তার ভাঁজ পড়ছে মধ্যবিত্তের কপালে। আজ লিটারপ্রতি পেট্রোলের দাম বাড়ল ৩৯ পয়সা । আজ কলকাতায় পেট্রোলের নয়া দাম ১০০ টাকা ৬২ পয়সা। পেট্রোলের পাশাপাশি দাম বৃদ্ধি হয়েছে ডিজেলেরও। লিটারপ্রতি ১৫ পয়সা বেড়ে কলকাতায় […]
kolkata_103

Subscribe US Now

error: Content Protected