প্রয়াত সনামধন্য সঙ্গীত শিল্পী এস পি বালসুব্রহ্মণ্যম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
এস পি বালসুব্রহ্মনিয়মের মৃত্যুর পর প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, ”এস পি বালসুব্রহ্মনিয়মের মৃত্যু দুর্ভাগ্যজনক। সঙ্গীত জগতের কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি। ওঁর সুরেলা কণ্ঠ এবং সংগীত কয়েক দশক ধরে শ্রোতাদের মোহিত করেছে। এই কঠিন সময়ে আমি ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওঁর আত্মার শান্তি কামনা করছি। ওম শান্তি।”
গত ৫ অগস্ট চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বিখ্যাত গায়ককে। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। ১৪ অগস্ট ভোরে আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত স্থানান্তরিত করা হয় আইসিইউতে।
তারপর থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন। তবে শেষ রক্ষা হল না। থেমে গেল দেড় মাসের লড়াই। জাতীয় পুরস্কার জয়ী এই সঙ্গীতশিল্পী দক্ষিণ ভারতের পাশাপাশি বলিউডি ছবিতে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন দর্শকদের। কিংবদন্তী শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতমহল।