স্বৈরাচারের হাত থেকে দেশকে বাঁচাতে ১৪০ কোটি দেশবাসীর কাছে ভিক্ষা চাইলেন দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তিনি বলেন, ‘আমি এই দেশকে বাঁচাতে ১৪০ কোটি মানুষের কাছে আজ ভিক্ষা চাইতে এসেছি। এই স্বৈরাচারীর হাত থেকে দেশকে বাঁচান। আমি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি এবং এই লড়াইয়ে আমার আপনাদের সমর্থন দরকার। দেশের জন্য আমার শরীর, মন, উৎসর্গ। আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমার দেশের জন্য’।
জেল থেকে বেরিয়েই প্রথম নির্বাচনী প্রচারে সরাসরি বিজেপি ও মোদি সরকারকে নিশানা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেজরিওয়াল বলেন, “জেল থেকে সরাসরি জনতার সামনে হাজির হয়েছি। আমাদের আম আদমি পার্টি একটি ছোট দল। মাত্র ২টি রাজ্যে ক্ষমতায় রয়েছে। মোদি চাইছেন আপকে শেষ করে দিতে। তার জন্য তিনি সবরকমের চেষ্টা করেছেন। আমাদের দলের চার শীর্ষ নেতাকে জেলে পাঠানো হয়েছে। কিন্তু আপের জন্ম হয়েছে বিজেপিকে শেষ করতে।”
মোদি কেজরিওয়ালকে গ্রেফতার করে দেশকে বার্তা দিতে চেয়েছেন, যদি কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারি, তাহলে আমি যে কাউকে গ্রেফতার করে জেলে ভরতে পারি। দেশ থেকে বিরোধীদের শেষ করতে চাইছেন মোদি বলেও সরব হন কেজরিওয়াল। তাঁর সাফ বক্তব্য, ‘এবার ইন্ডিয়া জোট সরকার গড়বে।’