হাওড়ার পাশাপাশি পুরুলিয়াতেও ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি পালন করল বাম নেতা কর্মীরা। শনিবার ঝালদা শহরে এই কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম কৃষক সংগঠনের নেতারা। ছিলেন সারা ভারত অগ্ৰগামী কিষাণ সভার জেলা সাধারণ সম্পাদক ধীরেন্দ্রনাথ মাহাতো সহ কর্মী-সমর্থকরা।
উল্লেখ্য, দুমাসের বেশি সময় ধরে কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। প্রজাতন্ত্র দিবসের দিন সেই আন্দোলন অন্য মাত্রা নেয়। পাল্টা কৃষকদের দমাতে সীমান্ত লাগায়ো এলাকায় রাস্তায় পেরেক পুঁতে দেয় কেন্দ্রীয় সরকার। তারপরই আন্দোলনে গতি আনতে কষক নেতা রাকেশ টিকাইত ‘চাক্কা জ্যাম’ কর্মসূচির কথা ঘোষণা করেন । যদিও সীমান্তে এর কোনও প্রভাব পড়বে না বলেই আশ্বস্ত করেন তিনি। সেইমত শনিবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টে পর্যন্ত দিল্লি ও পাশ্ববর্তী কয়েকটি রাজ্য বাদে সারা দেশজুড়ে তিন ঘণ্টাব্যাপী ‘চাক্কা জ্যাম’ শুরু করেন আন্দোলনকারী কৃষকরা।