লক্ষ্যে পৌঁছনোর আগে জোড়া চ্যালেঞ্জ ইস্ট-ওয়েস্ট মেট্রোর। এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 48 Second

লক্ষ্যে পৌঁছনোর আগে জোড়া চ্যালেঞ্জের মুখোমুখি ইস্ট-ওয়েস্ট মেট্রো। শিয়ালদহ স্টেশনে ঢোকার আগে বিদ্যাপতি সেতুর পাশাপাশি নিরাপদে পেরোতে হবে সেতুর নীচে থাকা ব্রিটিশ আমলে তৈরি ভূগর্ভস্থ ইটের নিকাশি নালাও। মাটির প্রায় ৪-৫ মিটার নীচে থাকা ওই নিকাশির সঙ্গে এসে মিশেছে বৌবাজারের দিক থেকে আসা আর একটি নিকাশি নালা। তার পরে দু’টি নিকাশি একযোগে গিয়েছে পামারবাজার পাম্পিং স্টেশনের দিকে। বৌবাজারের দিক থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুড়ঙ্গ আসার সময়ে সেটি ক্রমশ মাটির উপরে উঠে এসেছে। শিয়ালদহ এবং ফুলবাগান স্টেশন পেরিয়ে শেষ হচ্ছে ওই সুড়ঙ্গ। তার পরের অংশ, অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামের দিকে মেট্রোপথ গিয়েছে মাটির উপর দিয়ে। সেই পথের সঙ্গে সাযুজ্য রাখতেই শিয়ালদহে সুড়ঙ্গ ক্রমশ উঠে এসেছে মাটির উপরে। সুড়ঙ্গ নির্মাণের সময়ে বিপত্তি এড়াতে সেতুর গায়ে বসানো হয়েছে বিবিধ যন্ত্রপাতি। ক্র্যাক মিটার বা টিল্ট মিটার দিয়ে চলছে নজরদারি। সেতুতে যান চলাচল বন্ধ রাখা-সহ ওই পরিসর ঘিরে রাখার জন্য ৪০ জনের বিশেষ বাহিনী তৈরি করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাংলায় বিজেপিকে আনতে `বড়ভাই` মুকুলদার দরকারঃ কৈলাস । এম ভারত নিউজ

বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করতে বড়ভাই মুকুলদাকে দরকার। রবিবার ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধনে এসে বললেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মেট্রো স্টেশনের উদ্বোধনী মঞ্চ থেকে মুকুল রায়কে একুশের বিধানসভা নির্বাচনের ‘প্রধান মুখ’ হিসেবে তুলে ধরলেন বিজেপি নেতৃত্ব। তিনি বলেন, বাংলায় তৃণমূল কিছু করলে সাধু আর বিজেপি করলে কেস দেওয়া হয়। পাশাপাশি তিনি […]

You May Like

Subscribe US Now

error: Content Protected