Read Time:40 Second

কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছে শিরোমণি অকালি দল। কেন্দ্রের নতুন কৃষি আইনের পালটা আইন করতে চেয়ে আজ মঙ্গলবার বিধানসভায় কৃষি বিলের খসড়া পেশ করবে পাঞ্জাব সরকার । এদিকে আম আদমি পার্টির বিধায়করা দাবি করেন, বিলের খসড়ার কপি আগে তাদের দিতে হবে । সরকারের তরফে সেই দাবি অগ্রাহ্য করা হলে আপ বিধায়করা সোমবার সারারাত বিধানসভা ভবনেই কাটিয়ে দেন ।