সংকটে বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে গেলেন মমতা-ববি । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 2 Second

সংকটজনক প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার দুপুরে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপরই তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তাঁকে সুস্থ করতে গঠন করা হয়েছে তিন সদস্যের মেডিক্যাল টিম। বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছে বর্ষীয়ান এই রাজনীতিবিদকেক । দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সেই সমস্যা আরও বাড়ে। তার পর চিকিৎসকদের পরামর্শমতো দুপুর দু’টো নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেববাবুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পাশাপাশি যাবতীয় শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। হাসপাতালের পক্ষ থেকে মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ভর্তি করানো হয়েছে সিপিএম নেতাকে। নিউমোনিয়া রয়েছে তাঁর। তবে আরটিপিসিআর বা র‌্যাপিড টেস্টে করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে তাঁর পরিবার সহ সহকর্মীরা। বর্তমানে তাঁর রক্তে অক্সিজেন সংবহনের মাত্রা ৯৫ শতাংশ। রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল। অবস্থা গুরুতর হলেও তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তির খবর শুনে টুইটে উদ্বেগ প্রকাশের পাশাপাশি বনগাঁয় দলীয় কর্মসূচি সেরেই হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে যান মন্ত্রী ফিরহাদ হাকিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দ্রুত আরোগ্য কামনাও করেছেন। টুইট করে দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন রাজ্যপালও। গত বছরের সেপ্টেম্বরেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে সেই সময় নিউমোনাইটিসে আক্রান্ত হয়েছিলেন। তারপর থেকে বাড়িতেও নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন তিনি। তবে বুধবার সমস্যা বাড়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভে বিজেপি । এম ভারত নিউজ

দিঘা DSDA সাফাই কর্মীদের ছাঁটাই করার প্রতিবাদে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা। বুধবার নিউ দিঘাতে বিজেপির পক্ষ থেকে সাফাই কর্মীদের নিয়ে বিক্ষোভ দেখানো হয়। বিজেপি নেতা তপন মাইতির নেতৃত্বে বিক্ষোভে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক কর্মী সমর্থকরা। অভিযোগ, ২০০ টাকার বিনিময়ে ডি এইচ ডি এ-এর শ্রমিকদের প্রতিদিন টানা আঠারো ঘন্টা কাজ করানো […]

Subscribe US Now

error: Content Protected