Read Time:59 Second

এলাকায় কিছু ভোট পাখি আছে যাঁদের করোনার সময় দেখা যায় না। পরে 6 টাকার মাস্ক এনে বাজারে বিলি করছে। এদের চিনে রাখুন। বুধবার নাম না করে পূর্ব মেদিনীপুরের দেউলিয়া হীরারাম হাই স্কুল মাঠে বিজয় উৎসবে যোগ দিয়ে এই ভাষাতেই বিরোধীদের নিশানা করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেন, মানুষের কাজ করতে কোনো পদের দরকার হয় না। আমার যখন করোনা হয়েছিল আমি তখন কোলাঘাটে ছিলাম। আমাকে পুনর্জন্ম দিয়েছে কোলাঘাট। তাই কোলাঘাট কে আমি কখনো ভুলব না। এদিন এলাকার সর্বস্তরের মানুষকে বিজয়া শুভেচ্ছা জানান মন্ত্রী।