করোনা আবহে দেশের সর্বত্র প্রজাতন্ত্র দিবসের চেহারা বদলে গেছে এমনকি পশ্চিমবঙ্গেও তার ছাপ স্পষ্ট । এমনকি প্রতিবছর যে রেড রোডে সাধারণ মানুষ ভিড় করেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখবেন বলে, সেখানে এবছর রাখা হয়নি তাদের জন্য সামান্য আসন টুকুও। উপস্থিত ছিলেন বিশিষ্ট কয়েকজন অতিথি । শহর কলকাতায় মোতায়েন ছিল প্রায় ৫ হাজার পুলিশ ৷

বিশেষ করে রেড রোডে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল কলকাতা পুলিশ ৷ শুধু রেড রোডেই মোতায়ন ছিল ২ হাজার পুলিশ ৷ সোমবার রাত ১০টা পর রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ মঙ্গলবার অনুষ্ঠান শেষে ফের খুলে দেওয়া হয় ৷
কিছুদিন আগে সাধারণ মানুষের নিরাপত্তার কারনে পশ্চিমবঙ্গের কয়েকটি স্টেশনে রেড আলার্ট জারি করা হয়। এদিকে সারা শহর জুড়ে থাকছেন প্রায় ৫ হাজার পুলিশ ৷ এদের মধ্যে ডিসি পদমর্যাদার অফিসাররা রয়েছেন ৷ এমনকি সমস্ত এলাকায় ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে নিরাপত্তার জন্য। শহরের রাস্তায় টহল দিচ্ছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ৷ এছাড়াও গোলাবাড়ি থানা, জি আরপি, আরপিএফ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হাওড়া স্টেশনে তল্লাশি চালানো হয়।