Read Time:1 Minute, 15 Second
সত্যজিত রায়ের শতবর্ষ উপলক্ষে তিন ক্লাবের এক থিমের একত্রে নাম ‘ভূতের রাজা দিল বর’। বাদামতলা আষাঢ় সংঘ, ৬৬ পল্লি এবং কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট এবছর তাঁদের মণ্ডপ সাজাচ্ছেন সত্যজিত রায়ের অপুর ট্রিলজির রূপে। একসঙ্গে মিলেই এই থিমে পুজো করছেন তাঁরা। গোটা বিষয়টির নেপথ্যে রয়েছেন আইএফএসডি-র কর্ণধার মৃদুল পাঠক। বাদামতলা আষাঢ় সংঘে দেখা যাবে ‘পথের পাঁচালী’, ৬৬ পল্লীতে ‘অপরাজিত’ এবং কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিটে ‘অপুর সংসার’ থিম, এমনটাই জানা গেছে । তিন ক্লাবেই এবারে প্রতিমা দর্শন করতে হলে আপনাকে গাড়ি থেকে নামতে হবে না, যা একেবারে অভিনব। উদ্যোক্তারা এর পোশাকি নাম দিয়েছেন ‘Drive In দর্শন’। বর্তমান পরিস্থিতি এবং করোনা আবহ সবটাই মাথায় রেখে এই সিদ্ধান্ত বলেই ধারণা ।
