পাতা নাকি পোকা ? চোখ ধাঁধানো ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 12 Second

পাতার টেক্সচার বিশিষ্ট একটি অংশ যদি হঠাৎ নড়েচড়ে বেড়াতে শুরু করে তাহলে তাকে কী বলবেন পাতা নাকি পোকা? পাতা তাও আবার চলতে শুরু করে! এবার হয় নাকি? অবাক লাগছে তো? তবে যদি বলি এটা সত্যি! হ্যাঁ গত কয়েক দিন ধরে নেট মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনই একটি পাতার আকৃতি বিশিষ্ট পোকা দেখতে পাওয়া গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি পোকা নড়ে চড়ে বেড়াচ্ছে। তার গায়ের উপরে টেক্সচারটা অনেকটা পাতার উল্টোপিঠের মত। সেক্ষেত্রে অনেকেই ভেবেছেন, বর্তমানে ভিডিও এডিট পদ্ধতির মাধ্যমে সম্ভবত এই ভিডিওটিকে এডিট করা হয়েছে। তবে বাস্তবে এর নাম ফিলিয়াম গিগান্টিয়াম । জানা যাচ্ছে, এই ভিডিওটি ইনস্টাগ্রামে, একটি ইএসও ওয়ার্ল্ড নামক, একাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যেই এই ভিডিওটি ১ মিলিয়ন ভিউ পার করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে,”পৃথিবীর সবচেয়ে বড় পাতার পোকা হল এটি। ফিলিয়াম গিগান্টিয়াম একটি খুব প্রশস্ত এবং বড় পাতার পোকা। যার একটি পাতার মত আকৃতির দেহ। এছাড়াও, পায়ে অ্যাপেন্ডেজ রয়েছে যা এটিকে পাতার মতো দেখায়। প্রান্তের চারপাশে বাদামী দাগ সহ পা উপস্থিত এবং ত্বক সবুজ রঙের হয়ে থাকে । ওদিকে দুটি বাদামী বিন্দু পেটের উপরের অংশটি সুসজ্জিত করে। সবুজের ছায়া এবং বাদামী প্রান্ত এবং দাগের পরিমাণ পোকা ভেদে ভিন্ন হয়ে থাকে। স্ত্রী পোকা গুলির দৈর্ঘ্য প্রায় ১০ সেমি হবে। “

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনাকালীন পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের । এম ভারত নিউজ

করোনাকালীন কঠিন পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের জন্য বড় ঘোষণা করল কলকাতা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই এই বছরের বকেয়া বেতন মুকুবের সিদ্ধান্ত নেওয়া হল বিশ্ববিদ্যালয়ের তরফে। জানা যাচ্ছে, এই বিষয়ে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীদের বকেয়া মুকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এবার প্রশ্ন হল তাহলে স্নাতক স্তরে পাঠরত […]
news_856

Subscribe US Now

error: Content Protected