নিজস্ব প্রতিনিধি ,বীরভূম: এবার বিজেপির বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠলো বীরভূম জেলার জানুরি গ্রামে।
রবিবার রাতে বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত জানুরি গ্রামে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করলো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই এলাকার স্থানীয় এক তৃণমূল নেতা অভিযোগ করেছেন যে, রাতের অন্ধকারের মধ্যে মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ির সামনে ১০ থেকে ১২ বার বোমাবাজি করেন কয়েকজন বিজেপি সমর্থক।
এই ঘটনার পর সোমবার সকাল থেকেই তৃণমূলের অভিযোগের প্রেক্ষিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো ওই এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, বিজেপির কোন সমর্থকই এমন কাজ করেননি। বরং তৃণমূল নেতারাই এলাকায় এসে বাড়ি বাড়ি ভোটারদের ভয় দেখাচ্ছেন বলে অভিযোগ তাঁদের। নিজেরা হারছেন সেটা বুঝতে পেরেই এমন নানান অভিযোগ তুলছেন বিজেপির দিকে, এমনটাই মতামত সেখানকার স্থানীয় বিজেপি নেতৃত্বের । এখন এই ঘটনার পর ওই অঞ্চলে শান্তিপূর্ণভাবে ভোট সংঘটিত করাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে ।