রাজ্য পুলিশের ডিজি নিয়োগ নিয়ে সরব রাজ্যপাল । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

রাজ্য পুলিশের নয়া ডিজি নিয়োগ নিয়ে এবার প্রশ্ন তুললেন রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকার।ফের রাজ্য এবং রাজ্যপালের সংঘাত অব্যাহত। ঠিক কোন পদ্ধতি মেনে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ করা হয়েছে সেই বিষয়েই প্রশ্ন তুলে এবার জরুরী রিপোর্ট তলব করলেন রাজ্যপাল। আজ মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে টুইটের মাধ্যমেই একটি জরুরী রিপোর্ট তলব করেন রাজ্যপাল। পাশাপাশি সেখানে তিনি দাবি করেন, “ইউ পি এস সির প্যানেল থেকে কাউকে ডিজি নিয়োগ করা উচিত। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য পুলিশের ডিজি নিয়োগ করা উচিত। অস্থায়ী বা ভারপ্রাপ্ত কাউকে ডিজি নিয়োগ উচিত নয়।”

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১এর সময় রাজ্যের ভারপ্রাপ্ত ডিজিকে বদলে দিয়েছিল নির্বাচন কমিশন। সেই সময় রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি বীরেন্দ্রকে সরিয়ে তাঁর পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় নির্জনয়ন পান্ডেকে। তবে ভোট মিটতে না মিটতে আবার তাঁকে পুনরায় ডিজি পদে বহাল রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সুপ্রিম কোর্টের একটি অর্ডার উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কাছে জরুরী রিপোর্ট তলব করেন রাজ্যপাল। প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই কলাইকুন্ডাতে প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকের আগের রাত্রে রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত কথাবাত্রা প্রসঙ্গ টেনে টুইট করেছিলেন রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধধনকার। এরপর থেকেই রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। আর আজ এই ডিজি নিয়োগ প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তোলায় রাজ্যপালের ওপর ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সিবিএসসির বোর্ড মিটিং-এ হঠাৎ আগমন প্রধানমন্ত্রীর । এম ভারত নিউজ

বাতিল হয়েছে সিবিএসসি পরীক্ষা, সংকটে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ। আর এমন পরিস্থিতিতে সিবিএসসি দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে ডাকা শিক্ষামন্ত্রকের একটি মিটিংয়ে হঠাৎ হাজির হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বললেন, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সঙ্গে।বর্তমানে সিবিএসসি পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষা না হওয়ায় পরীক্ষার মূল্যায়ন নিয়ে রীতিমতো দ্বন্দ্বে রয়েছে কেন্দ্র সরকার।ইতিমধ্যেই দ্বাদশ […]

You May Like

Subscribe US Now

error: Content Protected