প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির। এম ভারত নিউজ

admin

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ। কর্তব্যপথ ছেড়ে বেরিয়ে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ফ্রান্সের প্রেসিডেন্ট

0 0
Read Time:4 Minute, 2 Second

প্রতি বছরের মতো এবারেও শ্রদ্ধার সঙ্গে পালিত হল প্রজাতন্ত্র দিবস। দিল্লি জুড়ে কড়া নিরাপত্তার বলয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। চলতি বছর প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ। ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পেয়েছে নারীশক্তি। এই প্রথম প্রজাতন্ত্র দিবসে ফ্লাইপাস্টে সামিল হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান ও সি-২৯৫ ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট।

প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসঙ্গে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি তিনি।

মোদি বলেন, দেশ বর্তমানে আজাদি কা অমৃত মহোৎসবের মধ্যে দিয়ে চলেছে। আত্মনির্ভর ভারত এখন দেশের সর্বত্র দেখা যাচ্ছে। দেশ এখন যেভাবে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তাতে আগামীদিনে ভারত বিশ্বের দরবারে নিজেদেরকে অন্যভাবে তুলে ধরবে। আগামীদিনে দেশ যুবদের হাত ধরে উন্নতির শিখরে পৌঁছবে। চাঁদ থেকে শুরু করে সূর্যের দেশে পাড়ি দিয়েছে ভারত। ভারতীয়দের সফলতা দেখে বিশ্বের অন্য দেশ ভারতের সঙ্গে নিজেদেরকে যুক্ত করতে চাইছে।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ। কর্তব্যপথ ছেড়ে বেরিয়ে গেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রসঙ্গত, শুক্রবার সকালে ট্র্যাডিশনাল জুড়ি গাড়িতে চেপে সাধারণমন্ত্র দিবসের অনুষ্ঠানে আসেন রাষ্ট্রপতি মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন এদিনের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ঐতিহ্য মেনে লাল পোশাকের রক্ষী ও চালক তাঁদের পৌঁছে দেন অনুষ্ঠান মঞ্চে। এর পর ২১টি গান স্যালুট এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় কুচকাওয়াজের অনুষ্ঠান।

শুক্রবার রাতে ভারতীয় পড়ুয়াদের জন্য বিশেষ বার্তা দেন ফরাসি প্রেসিডেন্ট। বলেন উচ্চশিক্ষা ক্ষেত্রে ফ্রান্স এবং ভারত একসঙ্গে মিলে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তিনি আরও বলেছেন, ফ্রান্সে পড়াশোনা করেছেন, এমন প্রাক্তন ভারতীয় ছাত্রদের ভিসা প্রক্রিয়াও সহজ করে দেওয়া হবে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

লালুর হাত ছেড়ে বিজেপিতে নীতীশ! তবে কি ভাঙল ইন্ডিয়া জোট? এম ভারত নিউজ

এক মাস পর গত জুলাইয়ে বেঙ্গালুরুতে দু'দিন ধরে বৈঠক করে জোটের

Subscribe US Now

error: Content Protected