বাইক চুরির তদন্তে নেমে খুনের কিনারা পুলিশের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 12 Second

বহুদিন থেকেই নিখোঁজ ছিলেন হাওড়ার মানিকপুরের এক যুবক। এদিকে বড়োসড়ো বাইক চুরির ঘটনা ঘটে গত দুমাস আগে। খোয়া যাওয়া বাইকের মালিকরা অভিযোগ জানান থানায়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। সাঁকরাইল ও মানিকপুর থানার যৌথ উদ্যোগে গত জুন মাস থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার করা হয়।উল্লেখ্য, বাইক চুরির ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে শেখ নিয়ামূল ও শেখ মুন্না নামের দুই ব্যক্তিকে। তারা কয়েক বছর ধরে এই বাইক চুরির অপরাধের সঙ্গে যুক্ত। এর আগেও অন্যান্য জেলায় তারা বাইক চুরি করতেন। এদিন ধৃতদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার মুখে তারা জানায়, তারা এলাকার শেখ হাসান নামের এক যুবককে সারেঙ্গা অঞ্চলের এক ইটভাটায় মেরে পুতের রাখা হয়েছে বলে জানান। সেই ঘটনায় সূত্র ধরে পুলিশ ইটভাটায় মাটি খুঁড়ে তল্লাশি চালিয়ে একটি পচা গলা দেহ উদ্ধার করে।

কিন্তু কেন এই খুন করা হয়েছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ওই দুই অভিযুক্ত ছাড়াও এই ঘটনার মূল পান্ডা করা আছেন জানতে তৎপর পুলিশ। এদিকে মৃতের দাদা শেখ সামসের অভিযোগ করেন, “পুলিশকে আমার ভাই বাইক চুরির ঘটনায় সাহায্য করবে বলেছিল তাই এই শাস্তি”। মৃতের পরিবারের দাবি কঠোর ব্যাবস্থা নেওয়া হোক অপরাধীদের বিরুদ্ধে। খুনের কিনারা করা তো বটেই তার সঙ্গে বাইক চুরি চক্রের গ্যাং কে ধরতে মরিয়া পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মহানায়ক ? সে তো একজনই ! । এম ভারত নিউজ

“আচ্ছা! ছবিটাতে আছে কি বল? এক তুই ছাড়া!… “আমি তো আছি… Isn’t that enough?”উপরের উক্তিগুলি বলার ঔদ্ধত্য যিনি রাখতেন,আজ সেই ভদ্রলোকের জন্মদিন! আজ বাঙালির ‘মহানায়ক’-এর জন্মদিন! বাঙালি কন্যাদের হার্টথ্রব, সুপুরুষ, ক্যারিশম্যাটিক উত্তমকুমার যার আভিজাত্য ও স্টাইলে মেতে ছিল আপামোর বাঙালি জনতা। ‘সাড়ে চুয়াত্তর’ থেকে শুরু করে জীবনের শেষ ছবি ‘ওগো […]
news_1412

Subscribe US Now

error: Content Protected