Read Time:1 Minute, 4 Second
কয়েকদিন ধরেই বাংলা সহ বহু এলাকায় বৃষ্টির জন্য বেহাল দশা । দুই মেদিনীপুরেও একই ছবি ধরা পড়েছে । এই বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক জেলা হাসপাতাল । জল নিকাশি ব্যবস্থা সঠিক না থাকায় জল জমে হাসপাতাল চত্বরে । বহু মানুষ চিকিৎসার জন্য এই তমলুক জেলা হাসপাতালে আসেন। রোজ বহু মানুষের আসা যাওয়া লেগেই থাকে। মাসান্য বৃষ্টিতে হাসপাতাল চত্বর জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় পড়তে হয়েছে রোগী থেকে শুরু করে রোগীর আত্মীয় পরিজনেরা । হাঁটু সমান জল পেরিয়ে প্রবেশ করতে হচ্ছে সাধারন মানুষকে । করোনা পরিস্থিতিতেও হাসপাতালের এই অবস্থার জন্য আঙুল উঠছে জেলা প্রশাসনের দিকেই ।
