তিনদিনের দিল্লি সফরে মোদীর সঙ্গে দেখা করতে পারেন মমতা। এম ভারত নিউজ

admin

রাজ্যের বকেয়া পাওনার দাবি, বিএসএফের কাজের ক্ষমতা ও এক্তিয়ার বৃদ্ধি-সহ অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে ফের দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনদিনের সেই সফরে অন্যান্য কর্মসূচির পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন।

0 0
Read Time:2 Minute, 32 Second

রাজ্যের বকেয়া পাওনার দাবি, বিএসএফের কাজের ক্ষমতা ও এক্তিয়ার বৃদ্ধি-সহ অন্যান্য একাধিক গুরুত্বপূর্ণ দাবিদাওয়া নিয়ে ফের দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনদিনের সেই সফরে অন্যান্য কর্মসূচির পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন। মোদি-মমতা সাক্ষাৎপর্বে উঠতে আসতে পারে এই মুহূর্তের বাংলার সবচেয়ে আলোচিত বিষয় – বাংলা-সহ তিন রাজ্যে বিএসএফের ক্ষমতাবৃদ্ধি ইস্যু। এ বিষয়ে রাজ্য সরকারের আপত্তির কথা সরাসরি প্রধানমন্ত্রীকে জানাবেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের পাশাপাশি মুখ খুলেছে বাম দলও। এছাড়াও এই প্রসঙ্গে গতকালই সোচ্চার হতে দেখা গিয়েছে অভিনেত্রী অপর্ণা সেনকেও।

সূত্রের খবর, আগামী ২২ নভেম্বর রাজধানীর উদ্দ্যেশ্যে পাড়ি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ফিরবেন ২৫ তারিখ। মাঝের দু’দিন রাজধানীতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারই মধ্যে একদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের কথা রয়েছে তাঁর। এছাড়াও রাজধানী সফরে গেলে বিজেপি বিরোধী জোটের লক্ষ্যে একাধিক বিরোধী দলের নেতানেত্রীদের সঙ্গেও মমতার সাক্ষাৎ সারার কথা রয়েছে। তবে আপাতত প্রত্যেকেরই নজর মোদির সঙ্গে মমতার বৈঠকের দিকে। সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক সেরেছেন রাজ্যের নয়া অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে রাজ্যের বকেয়া নিয়ে আলোচনাও করেন দু’জন। মোদির সঙ্গে বৈঠকে এই হিসেবেনিকেশ-এর কথা উঠে আসার সম্ভাবনা প্রবল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

অন্তর্বর্তী জামিন পেলেন মদন মিত্র, ববি হাকিম ও শোভন চট্টোপাধ্যায়। এম ভারত নিউজ

নারদ মামলায় ফের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ল রাজ্যের তিন জনপ্রিয় রাজনীতিবিদের। মঙ্গলবার ব্যাঙ্কশাল আদালতে হাজিরা দিয়ে কয়েকটি শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধির সুযোগ পেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূলের বিধায়ক মদন মিত্র এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।

Subscribe US Now

error: Content Protected