উত্তপ্ত আসাম মিজোরাম সীমান্ত। দীর্ঘ ছয় ঘণ্টা ধরে, যুদ্ধ চলেছে এই সীমান্তে। দুই রাজ্যের সীমান্ত এলাকার পরিস্থিতি দেখলে মনে হবে এক ভয়াবহ যুদ্ধ ঘটে গেছে। জানা যাচ্ছে আসাম মিজোরাম সীমান্তে পুলিশের মধ্যে দীর্ঘ ছয় ঘন্টা গুলির লড়াই চলার কথা জানা যায়। এমনকি হাইওয়ে থেকেও সেই গুলির শব্দ শুনতে পায় সাধারণ মানুষ। এই ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে আসামের ৬ জন পুলিশ কর্মীদের । শুধু তাই নয় সব মিলিয়ে আহত হয়েছেন প্রায় ৫০ জন সাধারন মানুষ। জানা যায় আসাম পুলিশের তরফ থেকে এই ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে মিজোরাম পুলিশ তাতে সায় না দেওয়ায় যুদ্ধ চলতে থাকে প্রায় ছয় ঘণ্টা ধরে। ইতিমধ্যেই আসাম সরকারের তরফ থেকে মিজোরাম পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে আসামের ওই এলাকার জঙ্গল নষ্ট করার চেষ্টা করছে মিজোরাম পুলিশ। ইতিমধ্যেই আসাম মিজোরাম সীমান্তে সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে আসাম সরকার।
ওদিকে পিছু হটতে রাজি নয় মিজোরাম। মিজোরামের তরফ থেকে অভিযোগ করা হয়েছে আসামের সিআরপিএফ আসাম সীমান্ত পার করে মিজোরামে প্রবেশ করেছে । শুধু তাই নয় মিজোরাম পুলিশকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। আর তারপর থেকেই এ ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি শুরু হয় দুই রাজ্যের সীমান্তে। সোমবারের এই সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই।