রাজ্য মন্ত্রিসভায় রদবদল, আসছে নতুন মুখ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:3 Minute, 15 Second

বিজেপিকে হারিয়ে একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের বিপুল জনসমর্থন নিয়ে বাংলার মসনদ দখল করেছিল তৃণমূল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পুরনো সকলকে মিলিয়ে তৈরি করেছিলেন ৪৩ জনের মন্ত্রিসভা। এক বছর পেরিয়ে গেলেও রাজ্য মন্ত্রিসভায় সেই ভাবে কোন পরিবর্তন করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তৃণমূলের দুই বর্ষীয়ান নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পান্ডে প্রয়াত হয়েছেন, কিন্তু তাদের জায়গায় আনা হয়নি কাউকেই। আবার অন্যদিকে তৃণমূলের আরেক নেতা পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যে শিক্ষক দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে ইডি। এই অবস্থায় দুই তিন দিন ধরে রাজ্য মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনার কথা চলছিল, তার মধ্যেই সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আগামী বুধবার রাজ্যের মন্ত্রিসভার রদবদল করা হবে। রাজ্যের মন্ত্রিসভার রদবদলের ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে কে-কে রাজ্য মন্ত্রিসভা থেকে বাদ যেতে পারেন আর কে-কে আসতে পারেন সেই নিয়ে জল্পনা। জানা যাচ্ছে, রাজ্যের মন্ত্রিসভা থেকে বাদ পড়তে চলেছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী কারণ তিনিও পার্থর মতো শিক্ষক দুর্নীতি মামলায় জড়িত। রাজ্যের পরিষদীয় মন্ত্রী ছিলেন পার্থ এক্ষেত্রে রাজ্যের পরিষদীয় মন্ত্রী করা হতে পারে পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়কে। আর এক নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র, বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর বালিগঞ্জ থেকে বিধায়ক হয়েছেন সেক্ষেত্রে তাঁকে মন্ত্রিসভায় আনা হতে পারে। পরেশ অধিকারীকে মন্ত্রিসভা থেকে বাদ দিলে তৃণমূলের উত্তরবঙ্গের আর কোন মন্ত্রী থাকবে না, সেক্ষেত্রে উত্তরবঙ্গ থেকে মন্ত্রিসভায় আনা হতে পারে রাজ্যের রেকর্ড ভোটে উপনির্বাচনের জয়লাভ করা উদয়ন গুহকে। এমনিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে নতুন মন্ত্রিসভায় নতুন মুখ ৫-৬ জন আসতে পারে এবং বাদ পড়তে পারেন ৩-৪ জন। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জুতো পার্থর টাকে লাগলে শান্তি পেতাম: শুভ্রা । এম ভারত নিউজ

এ যেন কোনও ছবির দৃশ্য। বাস্তবেও যে এমন ঘটতে পারে, জনগনের ক্রোধ যে কি ভয়াবহ রূপ নিতে পারে তার ছোট্ট এক নিদর্শন পেল আজ সকলেই। আর এই ঘটনা ঘটিয়েছেন শুভ্রা ঘড়ুই। না তিনি কোনও রাজনৈতিক ব্যক্তি নন, একজন সাধারণ মানুষ। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়ে মেরেছেন […]

Subscribe US Now

error: Content Protected