পল্লবী দের মৃত্যু মামলায় নয়া মোড় । গ্রেফতার হলের প্রেমিক সাগ্নিক চক্রবর্তী । আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয় তাঁকে । অন্যদিকে সাগ্নিকের স্ত্রী সুকন্যা মান্নার দাবী, তাঁর স্বামীকে ফাঁসানো হচ্ছে, তিনি এমন মানুষই নন । বরং পল্লবীর বিরুদ্ধেই অভিযোগ আনছেন তিনি । এদিকে সাগ্নিকের বিরুদ্ধে খুনের অভিযোগও দায়ের করেছে পল্লবীর পরিবার । উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে প্রেমিকা পল্লবীর সঙ্গে গড়ফার ফ্ল্যাটেই লিভ ইন করতেন সাগ্নিক । গত রবিবার তিনিই প্রথম পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান । পুলিশকে দেওয়া বয়ানে সাগ্নিক জানান, সিগারেট খেতে গিয়েছিলেন তিনি । ফিরে পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান । এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পল্লবীকে মৃত বলে ঘোষণা করা হয় । এই ঘটনার পর থেকেই দফায় দফায় সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে । আজ মঙ্গলবার সকাল থেকেই সাগ্নিককে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয় তাঁকে ।
পল্লবী দের মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড় । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 35 Second