শহিদবেদীতে মালা দিতে গিয়ে শুভেন্দুকে চোর বলে কটাক্ষ ! । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 50 Second

নিজস্ব সংবাদদাতা, পুর্ব মেদিনীপুর :

আজ ভারতছাড়ো আন্দোলনের সূচনা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বেনেপুকুর এলাকায় একই সময়ে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের অন্যতম নেতৃত্ব সৌমেন মহাপাত্র এবং রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, আজ শহীদ বেদীতে মাল্যদানের সময় শুভেন্দু অধিকারীকে চোর বলে কটাক্ষ করে তৃণমূলের সর্মথকরা। তারই জেরে সোমবার বেলা বারোটা নাগাদ তপ্ত হয়ে উঠল তমলুকের জেল মোড় সংলগ্ন এলাকা ৷ ঘটনা স্থলে পুলিশ না থাকলে বড়সড় সংঘর্ষের ঘটনাও ঘটতে পারত বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের ৷ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ভারত ছাড়ো আন্দোলনের শহিদদের স্মরণ করতে এদিন বেলা ১২ টা নাগাদ তমলুক জেলখানার সামনে বেনেপুকুর এলাকায় পৌঁছায় তৃণমূল কর্মীরা৷ প্রত্যক্ষ দর্শীরা জানান, দু’পক্ষ কার্যত মুখোমুখি হাজির হয়ে যায়৷ ভিড়ের মধ্যে থেকে তৃণমূল কর্মীদের বলতে শোনা যায়, ‘‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা!’’ যার জেরে পাল্টা তেড়ে যান বিজেপি কর্মীরা ৷ ঘটনা স্থলে হাজির থাকা পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করেন৷

এ বিষয়ে সৌমেনবাবুকে জানতে চাওয়া হলে তিনি বলেন,‘‘আমরা পুলিশকে জানিয়েই নির্দিষ্ট সময়ে শহিদবেদীতে মালা দিতে এসেছিলাম৷ ওরা আমাদের সময় পৌঁছে গিয়ে পরিকল্পিত ভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছিল৷ আর কেউ যদি চোর বলে থাকেও তিনি তো ভুল কিছু বলেননি৷ পাশাপাশি বিজেপির শহিদ তর্পণের পদ্ধতি নিয়েও সোচ্চার হন তিনি। বলেন, “এই প্রথম কাউকে দেখলাম ব্যান্ড বাজিয়ে শহীদ তর্পণ করতে, তবে হয়তো এটা ওদের পরম্পরা।’’ অন্যদিকে শুভেন্দুর দাবি,‘‘বাংলার মানুষ জানেন, কে চোর আর কে ভাল ৷ নন্দীগ্রামের মানুষ এবারের ভোটে সেই রায়ও দিয়ে দিয়েছেন৷ ফলে আমরা এসব নিয়ে ভাবিত নয়৷’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পিএইচের মূলগেটের সামনে অবস্থান বিক্ষোভ শ্রমিকদের । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা ,পুর্ব মেদিনীপুর: আজ বেতন বৈষম্যের বিরুদ্ধে হলদিয়া ওয়াটার সাপ্লাই প্রাইভেট লিমিটেডের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা। বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন প্রায় শতাধিক শ্রমিক। তাঁদের দাবি এই সংস্থা হলদিয়া উন্নয়ন পর্ষদের অন্তর্গত ছিল। বর্তমানে এক প্রাইভেট সংস্থা ১৫ বছরের লিজ কন্টাক্ট নিয়েছে। যথারীতি শ্রমিকদের সঙ্গেও এই নিয়ে তিন বছরের […]
district_691

Subscribe US Now

error: Content Protected