দু দিনের ভারত সফরে এলেন মার্কিন সেক্রেটারি এন্টনি ব্লিঙ্কন। জানা যাচ্ছে আজ তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতিমধ্যেই। শুধু তাই নয়, পাশাপাশি আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। জানা যাচ্ছে, আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে আফগানিস্তানের বর্তমান সুরক্ষা ব্যবস্থা এবং করোনাকালীন কঠিন পরিস্থিতি থেকে পুনরুদ্ধার নিয়ে কথা বলেছেন মার্কিন সেক্রেটারি। এই প্রসঙ্গে জয়শঙ্কর বলেছেন, “আফগানিস্তানের স্থিতিশীলতার মত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমৃদ্ধি মার্কিন ও ভারতের উভয়পক্ষের জন্যই ততটা গুরুত্বপূর্ণ ছিল। ” জানা যাচ্ছে আজ দুপুরেই জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে ব্লিঙ্কেনের।

প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই আজ সুশীল সমাজের নেতাদের সঙ্গেও দেখা করেছিলেন ব্লিঙ্কেন। বৈঠক সম্পর্কে একটি টুইট বার্তায় ব্লিংকেন বলেছেন, যে “ভারত ও মার্কিন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এটি আমাদের সম্পর্কের মূল ভিত্তি এবং ভারতের বন্ধুত্ববাদী সমাজ এবং সম্প্রীতির ইতিহাসের প্রতিফলক।” তিনি আরও লেখেন, “সমাজ এই মূল্যবোধকে এগিয়ে নিতে সহায়তা করে। “