একাধিক কর্মসূচি নিয়ে গতাকাল রাতেই তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের মুম্বই সফরে গিয়েছেন। আজ, নির্ধারিত সূচি মেনেই মমতা দেখা করলেন বিশিষ্টজনদের সঙ্গে। জানা গিয়েছে, বৈঠকে জাভেদ আখতার, সুধীর কুলকর্নি, স্বরা ভাস্করের মতো একাধিক বিশিষ্টজন উপস্থিত ছিলেন । মঞ্চে রয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া পবন বর্মা। বিশিষ্ট সুরকার জাভের আখতারের সভাপতিত্বেই এই বৈঠকে বিশিষ্টজনেরা মুখোমুখি হন মমতার।
বৈঠকের মঞ্চ থেকেই মমতা আহ্বান জানালেন সবাইকে একজোট হওয়ার। বাংলার মুখ্যমন্ত্রীর কথায়, একসঙ্গে লড়তে হবে আমাদের সকলকে।
মহারাষ্ট্রবাসীকে শুভেচ্ছা জানিয়ে মমতা বৈঠক শুরু করলেন । জানালেন, দীর্ঘদিনের সম্পর্ক মহারাষ্ট্রের সঙ্গে বাংলার । এর পাশাপাশি, মমতা বাংলার এক গুচ্ছ সরকারি প্রকল্প সম্পর্কে অবগত করলেন মহারাষ্ট্রবাসীকে। স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথীর মতো একাধিক প্রকল্প সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে। সেই সঙ্গে জানালেন, তিনি কম কথা ও বেশী কাজে বিশ্বাস করেন।
বিদ্বজনেদের এই বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা সব থেকে বড় অপরাধ। কিন্তু বিজেপি সেই নিয়মই মানছে না । সাংবাদিকদের কণ্ঠরোধ করা মানে গণতন্ত্রের ক্ষতি করা বলেও উল্লেখ করেন তিনি।