জাতীয় অ্যাকাডেমির নতুন প্রধানের নাম ঘোষণা সৌরভের। এম ভারত নিউজ

admin

রাহুল দ্রাবিড়ের ছেড়ে আসা চেয়ারে এবার বসতে চলেছেন ক্রিকেট জগতের আরেক মহারথী ভিভিএস লক্ষ্মণ। সংবাদ সংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব সামলাতে চলেছেন লক্ষ্মণ। ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে মনোনীত হয়েছেন রাহুল দ্রাবিড়।

0 0
Read Time:2 Minute, 21 Second

রাহুল দ্রাবিড়ের ছেড়ে আসা চেয়ারে এবার বসতে চলেছেন ক্রিকেট জগতের আরেক মহারথী ভিভিএস লক্ষ্মণ। সংবাদ সংস্থা এএনআই-এর মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব সামলাতে চলেছেন লক্ষ্মণ। ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে মনোনীত হয়েছেন রাহুল দ্রাবিড়। এত দিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্বে ছিলেন তিনি। এই বার সেই জায়গাতেই আসতে চলেছেন লক্ষ্মণ। লক্ষ্মণই জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির নতুন প্রধান কি না এবিষয়ে রবিবার সৌরভের কাছে জানতে চায় সংবাদসংস্থা এএনআই। সেই প্রশ্নের উত্তরেই সৌরভ হ্যাঁসূচক উত্তর দেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান পদে আসার পর থেকেই সৌরভ বরাবরই ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটারদের বর্তমান দলের সঙ্গে যুক্ত করতে চান। তাঁদের খেলার মাঠের অভিজ্ঞতাকে সর্বদাই গুরুত্ব দেন তিনি। দ্রাবিড়কে কোচ করার জন্যও তিনি নিজেই দ্রাবিড়ের সঙ্গে কথা বলেছিলেন বলে জানা যায়। বোর্ডের এক কর্তা জানান, “সৌরভ এবং জয় (শাহ), দু’জনেই লক্ষ্মণকে এই পদে চান। তবে সিদ্ধান্ত নেবেন লক্ষ্মণই। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পদের জন্য ও যোগ্য লোক। সেই সঙ্গে দ্রাবিড়ের সঙ্গে ওর সম্পর্ক যথেষ্ট ভাল। নতুনদের পথ দেখাতে প্রাক্তনদের পাওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না।” যদিও বোর্ডের তরফে অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের বিপাকে রাজ কুন্দ্রা, নাম জড়াল আর্থিক প্রতারণায় । এম ভারত নিউজ

পর্ন কাণ্ডের পর ফের আইনি বিপাকে নাম জড়াল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার। এবার আর্থিক প্রতারণার অভিযোগ উঠল এই তারকা দম্পতির বিরুদ্ধে। মুম্বইয়ের বান্দ্রা থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নীকিন বারাই নামে এক ব্যবসায়ী।

Subscribe US Now

error: Content Protected