মঙ্গলে গতকাল সফল অবতরণ করেছে নাসার মঙ্গলযান পারসিভিয়ারেন্স । নাসার এই মঙ্গল যান ঐতিহাসিকভাবে নজির সৃষ্টি করতে সক্ষম হয়েছে। গতকাল ভারতীয় সময় রাত ২:২৫ মিনিট নাগাদ মঙ্গলে নামে এই যান। গতকাল রাত্রে রেডিও সিগন্যালের মাধ্যমে খবর পাওয়া যায় এবং এই খবর পাওয়া মাত্রই আনন্দিত হয় নাসার বিজ্ঞানীরা। নাসার তরফ থেকে একটি টুইটের মাধ্যমে সেরা বিশ্ববাসীকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রাখা হয়েছে।
২০২০ সালে নাসার সবথেকে বড় অভিযান ছিল পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্সে রয়েছে একটি ল্যান্ডার ভিশন সিস্টেম, রয়েছে টেরেন রিলেটিভ নেভিগেশন। এই মিশনের সফলতা নিয়ে প্রশ্ন ছিল অনেকটাই কারণ মঙ্গলে ল্যান্ড করার মত ঠিকঠাক পজিশন নেই কারণ মঙ্গল উঁচু উঁচু খাড়া পাহাড় আবৃত , এবং মঙ্গলে এই মঙ্গলযানের ল্যান্ডিং যদি ঠিকভাবে সম্ভব না হতো তাহলে এতদিনের দীর্ঘ প্রতীক্ষার ফল মাটিতে মিশে যেত।
নাসার তরফ থেকে আগেই তথ্য দেওয়া হয়েছিল যে এই মঙ্গল যানটি নাসার জেজারোকেটার এলাকায় অবতরণ করতে চলেছে, যেটির আয়তন ২৮মাইলেরও বেশি। বিশেষত আগ্নেয়গিরির ফলে এই ক্রেটা বা গর্ত তৈরি হয়েছে বলেই জানানো যাচ্ছে। নাসা তরফ থেকে জানানো হয়েছে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ইতিহাস রচনা করেছে পারসিভিয়ারেন্স।