তাহলে কি ফের যুদ্ধে জড়াতে চলেছে রাশিয়া ? এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 25 Second

ফের বড়োসড়ো যুদ্ধের সম্ভাবনা রাশিয়ার তরফ থেকে।বেশ কয়েক বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলছে উত্তেজনা। সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তে বিপুলসংখ্যক রুশ সেনার উপস্থিতি দেখা গেছে। ইতিমধ্যেই রাশিয়ার সেনাবাহিনী, বোরোনোঝ অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘ইস্কান্দার’ মোতায়েন করছে। ওদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যুদ্ধের পরিস্থিতি বিশ্ব জুড়ে শেয়ার বাজারের উপর বিরূপ প্রভাব ফেলেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তাঁদের পূর্ব সীমান্তে বর্তমানে রুশ সেনার সংখ্যা ৪০ হাজার। সঙ্গে রয়েছে সাঁজোয়া যান, ট্যাংক, কামানের বহর। এ ছাড়া ইউক্রেনের কাছ থেকে দখলকৃত ক্রিমিয়াতে ৪০ হাজার সশস্ত্র সেনা মোতায়েন করেছে মস্কো।রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভোরোনেজ। এটি ইউক্রেনের পূর্ব সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরে। সম্প্রতি একটি ভিডিওতে শহরটিতে বিপুলসংখ্যক সশস্ত্র রুশ সেনা জড়ো হতে দেখা গেছে। আর দক্ষিণ-পশ্চিমের ক্রাসনদর অঞ্চলে ট্যাংক ও সামরিক বহরের দেখা মিলেছে।

সাম্প্রতিক সময়ে ইউক্রেন অভিযোগ করে জানায়, দেশটির সীমান্ত এলাকাগুলোতে রাশিয়ার সামরিক তৎপরতা বেড়ে গেছে। এ ছাড়া রাশিয়ার সমর্থনপুষ্ট মিলিশিয়া বাহিনী পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেছে তারা। ইউক্রেনের পক্ষ থেকেও সেনাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। এদিকে দুই প্রতিবেশীর মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দেয়ায় উদ্বেগ জানিয়েছে পশ্চিমা দেশগুলো।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সিপিএমকে ভোট দিলে হাত কেটে নেব', হুমকি তৃণমূল নেতার ! এম ভারত নিউজ

বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা শেষ হয়ে গেছে ইতিমধ্যেই ,আগামী শনিবার হতে চলেছে পঞ্চম দফায় নির্বাচন। তার আগে নির্বাচনী প্রচারে গিয়ে হুমকির সম্মুখীন হলেন নানুরের সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী শ্যামলী প্রধান । প্রসঙ্গত উল্লেখ্য নির্বাচনী প্রচারে বেরিয়ে ছিলেন তিনি। ইতিমধ্যেই প্রায় প্রতিটি দলের তরফ থেকে নির্বাচনী প্রচারে কোন ত্রুটি রাখা […]

Subscribe US Now

error: Content Protected