প্রস্তুুতি চলছে বুলেট ট্রেনের, গ্রেটার নয়ডা থেকে আগ্রা পর্যন্ত যমুনা এক্সপ্রেসওয়েতে। রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বুলেট ট্রেনের জন্য হাই-স্পিড রেল করিডোর তৈরি করা যেতে পারে। এ জন্য জরিপের প্রক্রিয়াও শুরু হয়েছে। দিল্লি থেকে বেনারস পর্যন্ত স্পিড করিডোর তৈরীর কাজ শুরু হবে আগামী সপ্তাহ থেকে ।নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে একটি হাই স্পিড রেল স্টেশন তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

যমুনা হাইওয়ে রাস্তা দুই পাশে ফাঁকা জায়গায় এই করিডর নির্মাণ এর কাজ শুরু হবে, যার জন্য ১৬৫ কিমি দূরত্বে জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না। প্রকল্পের ব্যয়ও হ্রাস করবে বলেই মনে করছে রেল মন্ত্রক। তবে জরিপের কাজের জন্য কোন পক্রিয়া অবলম্বন করা হবে সে বিষয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তবে high-speed রেল এর সুবিধা পাবে গৌতম বুদ্ধ নগর পাশাপাশি এই সুবিধার আওতাভুক্ত হবে নয়ডা, নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর, মথুরা, আগ্রা, ইটাওয়াহ, লখনউ, রায় বরেলি, অযোধ্যা, প্রয়াগরাজ ও ভদোহিত ইত্যাদি স্টেশনগুলি ।