ভয়াবহ কম্পন তুরস্কে, মৃত কমপক্ষে ৩০০। এম ভারত নিউজ

Mbharatuser

সাইপ্রাসের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

0 0
Read Time:3 Minute, 0 Second

তীব্র ভূমিকম্পে পরপর দুবার কেঁপে উঠল তুরস্ক। সোমবার ভোরবেলায় অনুভূত হয় কম্পন। কম্পনের উৎসস্থল গাজিয়ানতেপ প্রদেশের পূর্ব দিকে নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৮। এর কিছু ক্ষণ পর আরও একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৬.৭। লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের বিভিন্ন অংশে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর।

বিপর্যয়ের মুহূর্তের বেশ কিছু ভিডিয়োও ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটারে। যদিও ভিডিয়োওর সত্যতা যাচাই করেনি এম ভারত নিউজ। ভিডিওতে দেখা যাচ্ছে তীব্র কম্পনের ফলে বাড়িঘর ভেঙে পড়ছে। প্রাণ বাঁচানোর আশায় স্থানীয়দের ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে। দমকলকর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে।স্থানীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৩০০-র বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ফলে ১৪০টি বাড়ি ভেঙে পড়েছে। এই ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে।

তুরস্কে ভূমিকম্পে মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ‘তুরস্কে ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত তুরস্কের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং এই ট্র্যাজেডি মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

এর আগে ২০২২ সালের নভেম্বরে তুরস্কে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই সময় রিখটার স্কেলে তীব্রতা মাপা হয়েছিল ৫.৯। এতে আহত হয়েছিলেন প্রায় ৫০ জন।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের ভাঙন বিজেপিতে! এবার কোন হেভিওয়েট? এম ভারত নিউজ

আর সেই কারণেই তাঁর এই দল পরিবর্তনের সিদ্ধান্ত বলে সূত্রের খবর।

Subscribe US Now

error: Content Protected