1
0
Read Time:59 Second
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ময়না রাজ্য সড়কের চক চাঁদ পোতার ডাক্তারসুড়ায়আজ সকাল সাতটা নাগাদ দ্রুতগতিতে ময়না থেকে তমলুক গামি একটি ট্রেকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা এক বাইককে ধাক্কা লাগে । পাশের একটি খালে ওই বাইকের চালক পড়ে যান । গুরুতর জখম অবস্থায় বাইক আরোহীকে স্থানীয় লোকজন তমলুক জেলা হাসপাতালে নিয়ে যায়। ট্রেকারের চালক আপাতত পলাতক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় । নন্দকুমার থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ ।