ভুয়ো কল সেন্টার খুলে শহরে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৬ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 49 Second

ইন্স্যুরেন্স করিয়ে দেবার নাম করে ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগে হানা দিয়ে ছয়জনকে গ্রেপ্তার করলো নিউটাউন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ গ্রীন উড এক্সটেনশন বিল্ডিংয়ে হানা দিয়ে ভুয়ো কল সেন্টার থেকে প্রতারণা চক্রের মূল পান্ডা কমলেশ কুমার আর্য সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, এরা দেশে ও দেশের বাইরে ইন্স্যুরেন্স করিয়ে দেওয়ার নামে প্রতারণা চক্র চালাত। এরা মূলত ফোন করে প্রথমে লোন পাইয়ে দেওয়ার আশ্বাস দিত এরপর ধাপে ধাপে তাদের কাছ থেকে টাকা আদায় করত। টাকা নেওয়ার পর তাদের সঙ্গে আর যোগাযোগ রাখত না।

গতকাল বিকেলে নড়াটাউন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিলে তারা বৈধ কল সেন্টারের কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়াও অফিস থেকে ৩টি ডেবিট কার্ড, ৭টি মোবাইল ফোন, ১৪ টি ল্যাপটপ ও চেকবুক সহ কলসেন্টারের বহু জিনিস উদ্ধার করা হয়। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

জলমগ্ন এলাকার পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক তাপসী মন্ডল । এম ভারত নিউজ

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর: গত বুধবার এবং বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌরসভার একাধিক ওয়ার্ড, কার্যত জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ, ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবারকে সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ড ও ২৫ নম্বর ওয়ার্ড […]
politics_580

Subscribe US Now

error: Content Protected