পুরী বেড়াতে গিয়ে রহস্যমৃত্যু কলকাতা ট্রাফিক পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের। সোমবার সন্ধে নাগাদ পুরীর একটি হোটেলের ঘরে তাঁর অচৈতন্য দেহ উদ্ধার হয় বলেই জানা গিয়েছে। এই খবর পেয়ে ইতিমধ্যেই পুরীর উদ্দেশে রওনা দিয়েছেন কলকাতা পুলিশের একটি টিম। পুলিশ সূত্রে খবর, মৃত পুলিশ আধিকারিকের নাম অলোক রায়। তিনি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। কীভাবে এই পুলিশ কমিশনারের মৃত্যু হল, তা জানতে দেহটি আপাতত পুরীতেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তারপর মৃতদেহ কলকাতায় ফিরিয়ে আনা হবে।
জানা গিয়েছে, দিন কয়েক আগেই সপরিবারে পুরী বেড়াতে যান কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এসিপি অলোক রায়। এরপরেই সোমবার সন্ধ্যায় তাঁর স্ত্রী হোটেলের ঘরের ভিতরেই তাঁকে উদ্ধার করেন অচেতন অবস্থায়। হোটেল কর্তৃপক্ষকে তা জানানো হলে তাঁদেরই সহযোগিতায় চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক এসে অলোকবাবুকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই অত্যন্ত তৎপরতার সঙ্গে তাঁর দেহ উদ্ধার করে পুরীর থানা। ওড়িশা পুলিশের পক্ষ থেকেই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। লালবাজারের নির্দেশে এই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশের বিশেষ টিম। কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখা হচ্ছে।