আগামী বছরে হাওড়াবাসী কি আদৌ পাবে মেট্রোর সুবিধা ? । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 7 Second

হাওড়াবাসীর জন্য সুখবর। গঙ্গার অপর পারে অর্থাৎ হাওড়ায় পৌঁছে যাবে মেট্রো আগামী বছর ডিসেম্বরের মধ্যেই । নবান্নে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে মেট্রো রেলের কর্তাদের এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এমনটাই ইঙ্গিত মিলেছে। জানা গিয়েছে যে, আগামী বছরের মধ্যেই সেক্টর ফাইভ থেকে শিয়ালদা-এসপ্লেনেড হয়ে গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো (East west metro) পরিষেবা চালু করে দেওয়ার প্রস্তুতি শুরু হচ্ছে।

পাশাপাশি,ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ এই বছরের শেষেই চালু করতে চায় ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা । মুখ্যসচিবকে ইতিমধ্যেই তাঁরা জানিয়েছেন প্রস্তুতির যাবতীয় খুঁটিনাটি । মেট্রো কর্তারা এও জানিয়েছেন শিয়ালদা পর্যন্ত নিয়মিত ট্রায়াল রান চলছে । আগামী মাসেই কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএসের আসার কথা লাইন পরীক্ষার জন্য। তারা ছাড়পত্র দিলেই যাত্রী নিয়ে ওই অংশেও মেট্রোর চাকা গড়াবে। সূত্রের খবর, বৈঠকে ইস্ট ওয়েস্ট ছাড়াও আলোচনা হয়েছে জোকা বিবাদী বাগ, বিমানবন্দর-নিউ বারাকপুর, নিউ বারাকপুর-বারাসত প্রকল্প নিয়েও । রাজ্য এবং মেট্রো একযোগে স্থির করেছে ২০২২ সালের ডিসেম্বরের মধ্যেই চালু করে দেওয়া হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা। আর তারপরেই মেট্রো ছুটবে শিয়ালদা ছাড়িয়ে গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কুড়ি মাস পর ফের শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন ৷ এম ভারত নিউজ

দীর্ঘ প্রতীক্ষার পর আজ দুপুর থেকেই বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রস্তুতির সূচনা হয়ে গেল । মাঝে কেটে গিয়েছে অনেকখানি সময় । আর এই অধিবেশনে প্রথমে বিজেপির পরিষদীয় নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন যোগ দেবেন না বলেই। পরে অবশ্য তাঁরা সিদ্ধান্ত পাল্টে ফেলেন। তৃণমূল কংগ্রেসের বিধায়কদের উপস্থিতিতেই চলবে প্রশ্নোত্তর পর্ব। রাজনৈতিক বিশ্লেষকদের তরফে মনে […]

Subscribe US Now

error: Content Protected