প্রজাতন্ত্র দিবসে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে , ১১০ কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করলেন গ্রামীণ হাওড়ার আমতা ২ ব্লকের ঝামটিয়া গ্রামের বাসিন্দা কার্তিক ধারা।
মঙ্গলবার সারা দেশজুড়ে পালিত হল প্রজাতন্ত্র দিবস। আর এই প্রজাতন্ত্র দিবসে গর্ভস্থ শিশুদের মৌলিক অধিকার রক্ষার দাবিকে সামনে রেখে কন্যা ভ্রূণহত্যার বিরুদ্ধে সমাজ সচেতনতার বার্তা দিতেই এমন উদ্যোগ বলে জানান তিনি।

এদিন সকাল সাতটায় কার্তিকের সুসজ্জিত সাইকেল করে পথচলা শুরু করে উত্তর কলকাতার শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে। সেখান থেকে কলেজষ্ট্রিট,সেন্টাল এভিনিউ,ধর্মতলা,বাবুঘাট, বড়বাজার,হাওড়া ষ্টেশন,শিবপুর,মন্দিরতলা,নবান্ন,সাঁতরাগাছি, ধুলাগড়,রানীহাটি, আমতা,বাগনান,জয়পুর হয়ে ঝামটিয়া পর্যন্ত ১১০ কিলোমিটার পথ অতিক্রম করে।
এর আগেও বছরের বিভিন্ন সময়ে সমাজ সচেতনতার বার্তা নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন কৃষক পরিবারের বছর বত্রিশের যুবক কার্তিক। ঘূর্ণিঝড় আমফানেও মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি করোনা আবহে লকডাউনের জেরে কর্মহীন অসহায় পরিবারের খাদ্যসংস্থান, বৃক্ষরোপনের থেকে পোলিও সমস্ত কিছুতে সচেতনতার বার্তা নিয়ে একাধিকবার সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির স্বপক্ষে সাইকেল র্যালি করেছেন ওই যুবক। কার্তিকের এমন কর্মকাণ্ডে খুশি পরিবারের সদস্য থেকে তাঁর প্রতিবেশীরা।