ভয়াবহ আগুনে ঝলসে গেল নয়াদিল্লি ওক্লা মেট্রো স্টেশনের পার্শ্ববর্তী এলাকা । পার্শ্ববর্তী এলাকার একটি কারখানায় আগুন লেগে যাওয়ার পর এই দুর্ঘটনা ঘটে । রাত্রি দুটো নাগাদ এই আগুন লেগেছে বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলে ত্রিশটি ইঞ্জিন।
মাঝরাতে আগুন লাগায় সেই সময়ে কেউই প্রস্তুত ছিলেন না মানসিকভাবে। পরবর্তীতে যখন ঘটনাটি টের পাওয়া যায় ,তখন খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই প্রথমে কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছলে পরবর্তীতে আস্তে আস্তে প্রায় তিরিশটি ইঞ্জিন উপস্থিত হয় এই ঘটনাস্থলে।আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল পর্যন্ত চেষ্টা চালাচ্ছিল দমকল বাহিনী।
দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ জনকে বের করে আনেন ওই বিধ্বংসী আগুন থেকে । তবে এক বৃদ্ধ ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজ চলছে। বিধ্বংসী আগুন এর কবলে পড়ে বহু সাধারণ মানুষের সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে।
কিছুদিন আগে এমনই এক ভয়াবহ আগুন লেগেছিল কলকাতার বাগবাজার এলাকায়। বিধ্বংসী আগুনে ঝলসে গিয়েছিল বাগবাজার বস্তির অনেকগুলি বাড়ি , অনেক মানুষ সহায় সম্বলহীন হয়ে পরেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় সেই সমস্ত মানুষ গুলি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিলেন।