Read Time:1 Minute, 20 Second
ক্রীড়াজগতে শোকের ছায়া, ঘটল নক্ষত্র পতন। প্রয়াত হলেন প্রাক্তন টেনিস তারকা আকতার আলী। পরিবার সূত্রে জানানো হয়েছে দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। গত ২৯ শে জানুয়ারি তাঁকে উডল্যান্ড হাসপাতাল এ ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে ছেড়ে দেওয়া হয় তাঁকে এবং তারপর থেকে তিনি নিজের মেয়ের বাড়িতে ছিলেন।

আজ ভোর রাতে ঘুমের মধ্যে মৃত্যু ঘটে তাঁর। আজ বিকেলেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে। টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন সোমদেব দেববর্মনের মত প্রাক্তন তারকারা। তিনি জানিয়েছেন এই কিংবদন্তি টেনিস প্লেয়ারের হাতেই তাঁর হাতে খড়ি হয়েছিল । অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রাক্তন টেনিস প্লেয়ার আকতার আলীর মৃত্যুর সাথে সাথে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়ামহলে ।